Auto News: সেডান, হ্যাচব্যাকের পাশাপাশি আসছিল না এসইউভি। যে কারণে ভারতের গাড়ি বাজারে অস্তিত্বহীন হয়ে পড়ছিল হন্ডার চারচাকা। বেগতিক দেখে এবার দেশের বাজারে আরও ৫টি এসইউভি আনার সিদ্ধান্ত নিয়েছে জাপানি কোম্পানি। নিজেই এই খবর নিশ্চিত করেছে সংস্থা।


Honda Cars: আগামী কিছু বছরেই দেশে ৫ হন্ডার এসইউভি
জাপানি অটো প্রধান হন্ডা জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতে সম্পূর্ণ বৈদ্যুতিক মডেল সহ পাঁচটি নতুন SUV লঞ্চ করার পরিকল্পনা করেছে কোম্পানি। ভারতে ফের তাদের বাজার ফিরে পাওয়ার চেষ্টা করছে হন্ডা, অন্তত তেমনই জানিয়েছেন কোম্পানির একজন সিনিয়র কর্মকর্তা। 


Honda Elevate SUV: কোম্পানি মঙ্গলবার ভারতে তার মাঝারি আকারের SUV এলিভেট উন্মোচন করেছে। যা Hyundai Creta, Kia Seltos এবং Maruti Suzuki এর Grand Vitara-র সঙ্গে প্রতিযোগিতায় লড়বে। এলিভেটের একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ তিন বছরের মধ্যে চালু করা হবে। উত্সবের সঙ্গে তাল মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যে এলিভেট চালু করার পরিকল্পনা করেছে কোম্পানি৷ 


Auto News: কোম্পানি জানিয়েছে, এলিভেট সহ সংস্থা ২০৩০ সালের মধ্যে পাঁচটি এসইউভি লঞ্চ করার পরিকল্পনা করেছে৷  হন্ডা কারস ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা সিইও টাকুয়া সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, Elevate এর সঙ্গে Honda ভারতীয় যাত্রীবাহী যানবাহনের বাজারে তার উপস্থিতি জোরদার করতে চাইছে।  বর্তমানে সেডান সিটি ও অ্যামেজ ছাড়াও SUV বিভাগে প্রবেশ করছে কোম্পানি৷ 


Honda India: কী ভাবছে হন্ডা
সুমুরা জানিয়েছেন, এসইউভি বাজারে ভারতে প্রবেশ না করলেও সেডান সিটি ও অ্যামেজ বাজারের ১০ শতাংশ মার্কেটে ভাল ফল করছে। অন্যদিকে ক্রমবর্ধমান বাজারে এসইউভিগুলির সংখ্যা ৪০ শতাংশের বেশি ও সেগমেন্টটি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই নতুন এসইউভি নিয়ে ভারতের বাজারে নামছে হন্ডা। সামগ্রিক বাজারের ৫০ শতাংশ দখল করাই এখন হন্ডার উদ্দেশ্য। তাঁর আশা,হন্ডা এলিভেট ভারতে কোম্পানির মূলধারায় প্রবেশ করবে ও প্রিমিয়াম সেগমেন্টের অন্যতম ভাল প্রোডাক্ট হবে। 


Honda Cars India: কোম্পানি গাড়ি প্রকাশ্যে আনার তারিখ ঘোষণা করেছিল আগেই। সেই অনুযায়ী ৬ জুন আজ ভারতে প্রথম দেখা গেল হন্ডা এলিভেট (Honda Elevate SUV)।  এটি কোম্পানির নতুন মাঝারি আকারের SUV,যা কোম্পানির দেশের বুকে প্রথম এসইউভি। সিটি ও অ্যামেজের পরে ভারতে কোম্পানির পোর্টফোলিওতে এটাই তৃতীয় পণ্য। জেনে নিন কী বিশেষত্ব রয়েছে এই নতুন SUVতে।


Auto News: স্টাইলিং ও বৈশিষ্ট্য
নতুন Honda Elevate SUV-এর ডিজাইন ইতিমধ্যেই বিশ্ববাজারে বিক্রি হওয়া HR-V A CR-V-র ডিজাইনের মতো দেখতে হয়েছে। এটি প্রায় 4.3 দৈর্ঘ্যের সঙ্গে আসবে। হোন্ডার পণ্য হওয়ায় এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে Elevate লেভেল-2 ADAS (Advanced Driver Assistance Systems) সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাবে।


আরও পড়ুন : Honda Elevate SUV: ভারতে প্রকাশ্যে এল হন্ডা এলিভেট, দারুণ ডিজাইনের সঙ্গে আনল এই বৈশিষ্ট্য


Car loan Information:

Calculate Car Loan EMI