নয়া দিল্লি : করোনার দ্বিতীয় ঢেউ এখনও চলছে। এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এদিকে নতুন ঢেউ নিয়ে বারবার দেশবাসীকে সতর্ক করা হচ্ছে কেন্দ্রের তরফে। এবার আরও একবার সতর্কবার্তা জারি করা হল কেন্দ্রের তরফে। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়, এই ভাইরাসের নতুন করে ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সংক্রমণ প্রতিরোধে আগামী ১২৫ দিন খুবই গুরুত্বপূর্ণ।
এই পরিস্থিতিতে নীতি আয়োগের সদস্য ভি কে পল কোভিড বিধি মেনে চলার ওপর জোর দেন। বলেন, এই সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি তাঁর সংযোজন, ভারতে এখনও হার্ড ইমিউনিটি তৈরি হয়নি। আমরা নতুন করে এই সংক্রমণ ছড়িয়ে পড়া দেখতে পারি। কিন্তু, এটাকে আমাদের এখনই থামাতে হবে। এটা সম্ভব। যদি আমরা কোভিড বিধি মেনে চলি তবেই।
এপ্রসঙ্গে নীতি আয়োগের সদস্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অন্য দেশে তৃতীয় ঢেউয়ের কথা বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে সতর্কবার্তা জারি করেছে। আমাদের তা থেকে শিক্ষা নিতে হবে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লাভ আগরওয়ালও। তাঁর গলাতেও একই কথার প্রতিধ্বনি শোনা যায়। তিনি বলেন, আবার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাঁর সংযোজন, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশিগুলিতে সংক্রমণের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া ও বাংলাদেশে দ্বিতীয় ঢেউয়ের থেকেও তৃতীয় ঢেউ বেশি মারাত্মক আকার ধারণ করেছে।
এর পাশাপাশি তিনি দেশের বিভিন্ন জায়গায় মাস্ক না পরার প্রবাণতা নিয়ে সতর্ক করে দেন। বলেন, বিভিন্ন জায়গায় পরিষেবা স্বাভাবিক হওয়ার সাথে সাথে মাস্ক না পরার প্রবাণতাও দেখে গেছে। নিউ নর্মালেও মাস্ক পরার অভ্যাস আমাদের গ্রহণ করতে হবে।
এদিকে তৃতীয় ঢেউয়ে ভ্রুকূটির মধ্যেই শিশুদের নিয়ে চিন্তা রয়েছে। এব্যাপারে সকলে যাতে সতর্ক থাকেন তার কথা বলা হচ্ছে বার বার।