মাস্ক্যাট: প্রথমবার ওমানে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গী স্ত্রী ডোনা। আর সৌরভ থাকবেন, ক্রিকেট থাকবে না, তাই আবার হয় নাকি! ক্রিকেট নিয়েও একের পর এক বৈঠক করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। ওমানের ক্রিকেট মাঠ দেখে মুগ্ধ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় তাঁর মুগ্ধতার কথা জানালেন স্বয়ং সৌরভ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপবিন্যাস হয়ে গেল শুক্রবারই। টি-টোয়েন্টি বিশ্বকাপ গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা আবহে তা এক বছর পিছিয়ে যায়। ইউরো কাপ ও কোপা আমেরিকা কিংবা অলিম্পিক্সের মতোই। তবে ভারতে আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরিবর্তে টুর্নামেন্ট হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। সেই উপলক্ষ্যেই ওমান গিয়েছেন সস্ত্রীক সৌরভ। সেখানে তিনি একাধিক বৈঠকও করেন। পরে সৌরভ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ ছাড়াও রয়েছেন সচিব জয় শাহ এবং আইসিসি ও ওমান ক্রিকেট বোর্ডের এক কর্তা। সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুদৃশ্য ট্রফি।
সৌরভ লিখেছেন, 'এই প্রথমবার বিশ্বকাপের ম্যাচ হবে ওমানে। দুর্দান্ত মাঠ। প্রথমবার ওমানে এলাম।' শুক্রবারই একটি ছবি পোস্ট করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি হোটেলের সুদৃশ্য লনে দাঁড়িয়ে ডোনা। তিনি লিখেছেন, 'মাস্ক্যাট কী সুন্দর!'
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করা হল শুক্রবার। একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানকে। ২ বছর পর ক্রিকেটের ময়দানে ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ২ নম্বর গ্রুপে রাখা হয়েছে দুটি দলকে।
১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। এবার আরব আমিরশাহি ও ওমানে খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলি দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।