তিরুঅনন্তপুরম: হৃদরোগে মারা গেলেন কেরলের রাজনীতিবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমপি বীরেন্দ্র কুমার। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি এক বিখ্যাত মালয়ালম দৈনিকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। কোঝিকোড়ে এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪।

বীরেন্দ্র কুমারের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র। পিটিআইয়ের বোর্ড অফ ডিরেক্টর্সে থাকার পাশাপাশি তিনি কেরল থেকে রাজ্যসভা সাংসদও হয়েছিলেন। উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু সহ বহু রাজনীতিক তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বেঙ্কাইয়া টুইট করে বলেছেন, দেশ এক বিরাট নেতাকে হারাল।


প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াও বীরেন্দ্র কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, বলেছেন, তিনি এক অসাধারণ সাংবাদিক ও লেখক ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও শোকপ্রকাশ করেছেন।