সুনীত হালদার, হাওড়া: করোনার ভালরকম প্রভাব পড়েছে হাওড়ার হোটেল ব্যবসায়। খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন এলাকার ৬০-৭০টা হোটেল। পরিস্থিতির উন্নতি না হলে ব্যাঙ্কের ঋণ শোধে সমস্যা হতে পারে বলে হোটেল ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।


বছরভর অতিথিদের ভিড়ে গমগম করে হাওড়া স্টেশনের পাশের হোটেলগুলো। কিন্তু করোনা আশঙ্কায় বদলে গিয়েছে চেনা ছবি। এ রাজ্যে প্রবেশের জন্য হাওড়া স্টেশন অন্যতম প্রবেশদ্বার, ফলে অনেকেই এসে প্রথমে স্টেশন লাগোয়া হোটেলে ওঠেন। কিন্তু করোনার ভয়ে বেশি লোকে আর বাধ্য না হলে সফর করছেন না, ফলে কমেছে ট্রেনযাত্রীর সংখ্যা। বাতিল হয়ে যাচ্ছে একের পর এক হোটেলের বুকিং। মালিকরা দাবি করেছেন, চরম সঙ্কটের মুখে পড়েছে তাঁদের হোটেল ব্যবসা, পরিস্থিতির উন্নতি না হলে ব্যাঙ্কের ঋণ কী করে শোধ হবে, প্রশ্ন তাঁদের।

শুধু হোটেলই নয়, প্রভাব পড়েছে রেস্তোরাঁগুলোতেও। লোকসানের জেরে মেনুতে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন মালিকরা।