দুবাই: করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত রাখা হলেও, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ নির্ধারিত সময়েই হবে বলে জানিয়ে দিল আইসিসি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বর্তমানে করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যে সঙ্কট তৈরি হয়েছে, তার উপর নজর রেখেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২০-র স্থানীয় আয়োজক কমিটি। ভবিষ্যতেও নজর রাখা হবে। অস্ট্রেলিয়ার সাতটি কেন্দ্রে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পুরুষদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। আমাদের পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সূচি অনুযায়ীই হবে এই প্রতিযোগিতা।’


এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও জানানো হয়, নির্দিষ্ট সময়েই হবে টি-২০ বিশ্বকাপ। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ কেভিন রবার্টস বলেছেন, ‘আমরা আশাবাদী, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই আবার সব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমরা কেউই বর্তমান পরিস্থিতির বিষয়ে মন্তব্য করার মতো বিশেষজ্ঞ নই। শুধু আশা করতে পারি, অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপের সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ২ লক্ষের কাছাকাছি মানুষ। মৃতের সংখ্যা প্রায় ৭,৫০০। সারা বিশ্বে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত রাখা হয়েছে। টোকিও অলিম্পিক গেমস নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। তবে আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী, টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও সমস্যা হবে না।