নয়াদিল্লি: করোনা আতঙ্কের জেরে যে কোনও জমায়েতই এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী বহু জায়গাতেই স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাংলাতেও ১৫ এপ্রিল অবধি স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজধানীতেও বিধিনিষেধ কড়া করেছে কেজরীবাল সরকার।
দিল্লিতে জিম, নাইটক্লাব, স্পা ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দিল সরকার। নিষিদ্ধ ৫০ জনের বেশি মানুষের জমায়েতও। সংক্রমণ এড়াতে সম্ভব হলে বিয়ের মতো অনুষ্ঠানও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অরবিন্দ কেজরীবাল। সোমবার স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পরই সাংবাদিক বৈঠকে এই কথা বলেন তিনি।
তাছাড়া সাবডিভিশনাল ম্যানেজমেন্টকে পাবলিক প্লেসে পর্যাপ্ত পরিমাণে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলেছে প্রশাসন। যেখানে জল পাওয়া যাবে না, সেখানে স্যানিটাইজার রাখার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।