নয়াদিল্লি: যেতে হবে মধ্যপ্রদেশ। পঞ্জাব থেকে হাঁটা শুরু করেন এক শ্রমিক। লকডাউনে কাজ বন্ধ। নেই ছাদও। বাড়ি ফেরা ছাড়া উপায় নেই। আর হাঁটা ছাড়া পথ নেই। কিন্তু অসুস্থ ছেলে। সে হাঁটতে অপারগ। তাই আধভাঙা খাটিয়ায় শুইয়ে তাঁকে ডুলির মতো কাঁধে তুলে নিয়েছেন বাবা। আরেক সহযাত্রীর কাঁধে ধরে রেখেছেন আরেক দিক।
লকডাউনে সারা দেশে যখন পরিযায়ী শ্রমিক সমস্যা ভয়াবহ আকার নিয়েছে, তখনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এমনই নানা ছবি।
পঞ্জাব থেকে উত্তরপ্রদেশের কানপুরে পৌঁছান তাঁরা। তখনই এই ছবিটি ধরা পড়ে একজনের ক্যামেরায়।


কানপুরের রমাদেবী অঞ্চলে পুলিশের চোখে পড়তে কথা বলতে এগিয়ে আসেন পুলিস আধিকারিক রাজকুমার গুপ্ত। জানতে পারেন তাঁদের গন্তব্য সিংগ্রাউলি গ্রাম। ওই পরিযায়ীর নামও রাজকুমার। তিনি জানান, তাঁর ১৫ বছরের ছেলের ঘাড়ে বড় চোট আছে, হাঁটতে পারে না। তাই তাঁকে এভাবেই খাটিয়ায় বহন করা ছাড়া উপায় নেই।
অবশেষ পুলিশের উদ্যোগেই তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়।