করোনা: কোয়ারান্টাইন থেকে পলাতক যুবককে পাওয়া গেল হাওড়া স্টেশনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2020 10:32 AM (IST)
নদিয়ার ওই যুবক কাজ করতেন জয়পুরের একটি হোটেলে। সেখানে ওঠেন ইতালির একদল পর্যটক।
হাওড়া: রাজস্থানের জয়পুরে করোনা-কোয়ারান্টাইন থেকে পলাতক নদিয়ার যুবকের হাওড়া স্টেশনে খোঁজ মিলল। রেল কর্তৃপক্ষের সহযোগিতায় ২২ বছরের ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করিয়েছে স্বাস্থ্য দফতর। নদিয়ার ওই যুবক কাজ করতেন জয়পুরের একটি হোটেলে। সেখানে ওঠেন ইতালির একদল পর্যটক। ওই পর্যটকদের শরীরে করোনা সংক্রমণ মেলায় সব হোটেল কর্মীকে কোয়ারন্টাইনে রাখা হয়েছিল। সেখান থেকেই পালিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক।