কলকাতা: সন্দেহ, করোনার সংক্রমণ হয়েছে শরীরে। তাইল্যান্ড ফেরত এক তরুণকে কলকাতা বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হল। এই মুহূর্তে করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন ১২ জন।
আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামেন বছর ঊনিশের ওই তরুণ। তাইল্যান্ড থেকে এসেছেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে সরাসরি নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এই মুহূর্তে এখানে ভর্তি রয়েছেন ১২ জন। এঁদের মধ্যে বেনিয়াপুকুরের এক মহিলার শারীরিক নমুনা পরীক্ষার জন্য নাইসেডে পাঠানো হয়েছে। আরও ২ জনের নমুনা পাঠানো হবে। করোনা সন্দেহে ভর্তি আর একজনের হৃদযন্ত্রের সমস্যা থাকায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
করোনা সন্দেহ, কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি বেলেঘাটা আইডি পাঠানো হল তাইল্যান্ড ফেরত তরুণকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 11:49 AM (IST)
সেখানে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -