নয়াদিল্লি: বহু প্রতীক্ষিত মোটোরোলা রেজর ২০১৯ অবশেষে এ দেশে এসে গেল। আজ বেলা সাড়ে বারোটা থেকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের ভারতে এই ফোন বিক্রি শুরু করবে। ভারতীয় মুদ্রায় এর দাম ঘোরাঘুরি করবে এক লাখ টাকার আশপাশে।
মোটোরোলার এই স্মার্টফোনের আমেরিকায় দাম ১,৫০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি ১ লাখ ১১,০০০ টাকা।
আসা যাক ফোনের কথায়। এতে রয়েছে ফোল্ডেবল ওএলইডি ডিসপ্লে, সঙ্গে ৮৭৬x২১৪২ রেজোলিউশনের ৬.২০ ইঞ্চির ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ২১:৯ দীর্ঘ, ফোল্ডেবল ফোন হিসেবে তৈরি করতে রয়েছে আরও একটি ডিসপ্লে স্ক্রিন, তার রেজোলিউশন ৮০০X৬০০ পিক্সল, অনুপাত ৪:৩। ফোনের সামনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ফোনের সঙ্গে দেওয়া হচ্ছে কোয়ালকমের ৭১০ এসওসি। এতে ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ থাকবে। তবে এতে স্টোরেজ আর বাড়ানো যাবে না। ব্যাটারি ২,৫১০ এমএএইচ।
ফোনের পিছনে ১৬ মেগাপিক্সলের সিঙ্গল ক্যামেরা রয়েছে। আবার সামনে ৫ মেগা পিক্সল ক্যামেরা। ব্যাক ক্যামেরায় সেলফি নেওয়ার জন্য স্ক্রিনের সুবিধেও রয়েছে।
পাওয়া যাবে ফ্লিপকার্টে, আজ ভারতে লঞ্চ করছে মোটোরোলা রেজর ২০১৯
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 09:23 AM (IST)
ভারতীয় মুদ্রায় এর দাম ঘোরাঘুরি করবে এক লাখ টাকার আশপাশে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -