আমেরিকাতেও ফের মৃত্যু হয়েছে সংক্রমিত এক ব্যক্তির। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার প্রথম আমেরিকায় করোনা আক্রান্তের মৃত্যু ঘটে। ৯১ জন এখনও পর্যন্ত সেখানে করোনা-আক্রান্ত, জানিয়েছে ট্রাম্প সরকার।
ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে সকলেই মাস্ক পরে ঘোরার উপর জোর দিচ্ছেন। কিন্তু তা না করে বরং সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হোক, উপদেশ ইউএস সার্জেন জেনারেল ডা. জেরম অ্যাডামসের।
তিনি ট্যুইটে সকলকে অনুরোধ জানিয়েছেন, সবাই মাস্ক ব্যবহারে উৎসাহ না দেখিয়ে, সাধারণ পরিচ্ছান্নতা বজায় রাখুন। মাস্ক পরে করোনা ভাইরাস আটকানো যাবে না। বরং এত মাস্ক বিক্রি হয়ে গেলে স্বাস্থ্যকর্মীরাই বিপদে পড়বেন। সংক্রামিত রোগীদের চিকিৎসা করার সময় সুরক্ষা নিতে পারবেন না।
সৌদি আরবেও শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সেখানে ১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, গত ১ দিনে চিনের বাইরে করোনা আক্রান্তের সংখ্যা ১৫০০।
ইটালিতে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫২। আক্রান্তের সংখ্যা দু’হাজার পেরিয়েছে। জার্মানিতে আক্রান্ত ১৫০ জন। জার্মানির সবচেয়ে জনবহুল প্রদেশ নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় আক্রান্তের সংখ্যা ৭৪।
মস্কোতেও প্রথম সংক্রমণের খবর মিলেছে আজ।
সোমবার সারা বিশ্বে করোনা আক্রান্তের মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। চিনে মৃত্যুর সংখ্যা প্রায় ৩ হাজার। আক্রান্ত ৯০ হাজার। বিশ্বে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি।
চিনে নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কমেছে মৃত্যুর হারও, দাবি, চিন প্রশাসনের। ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৬৬।
বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মনে করছে এই ভাইরাস আতঙ্ক গুরুতর প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে।