ওয়াশিংটন: করোনা আতঙ্কে ত্রস্ত সারা বিশ্ব। মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে। নোভেল করোনা ভাইরাস সংক্রমণের এপিসেন্টার চিনের দিকেই আঙুল তুলছে সারা পৃথিবী। করোনাকে চিনা ভাইরাস বলেই উল্লেখ করা হচ্ছে বিভিন্ন আলোচনায়। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পও করোনাকে চিনা ভাইরাস বলে উল্লেখ করেন এবং বলেন বিশ্বজুড়ে এই বিপর্যয়ের জন্য চিনই দায়ী। এই ভাইরাসের উৎপত্তি চিনেই, চাই করোনাকে চিনা ভাইরাস বলাকেই যথার্থ মনে করেছেন বলে ব্যাখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।




<iframe src="https://cdn.abplive.com/corona-html/index.html" width="640" height="180"></iframe>


কিন্তু এই সংক্রমণের জন্য এশীয়-আমেরিকানদের যেন দায়ী না করা হয় বলে, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তাঁরা আমারিকার প্রশাসনের কথা মেনে চলেন ও সংক্রমণ আটকাতে সরকারি প্রতিটি পদক্ষেপের সঙ্গে সহযোগিতাই করছেন এশীয়-আমেরিকানরা।
সম্প্রতি মার্কিন মুলুকে এশীয় আমেরিকানদের উপর আক্রমণের একের পর এক খবর পাওয়া যাচ্ছে। ট্রাম্প বিরোধীরা এই ঘটনার জন্য তাঁর দিকেই আঙুল তুলেছেন। তাঁদের দাবি, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলিই দেশে চিনা বিরোধী আবহ তৈরি করেছে।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তারপরই হোয়াইট হাউস থেকে ট্রাম্পের এই বিবৃতি।