নয়াদিল্লি: ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ। এবার পাকিস্তানের কূটনীতিকদের টিকা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল। কূটনীতিক ছাড়াও পাক হাইকমিশনের কর্মীদেরও এই ভ্যাকসিন নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দিল্লি এবং চিনে পাকিস্তানের হাই কমিশনের কূটনীতিকদের টিকা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য যোগাযোগ করা হয় কূটনীতিকদের সঙ্গে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৫০ জন হাজির হয়েছিলেন হায়দরাবাদের সার্দান সিটিতে। কীভাবে টিকা তৈরি হচ্ছে তা দেখেন তাঁরা। ভারত বায়োটেক এবং বায়োলজিকাল ই নামে দুই সংস্থায় যান তাঁরা।
ইতিমধ্যে মায়ানমার, মরিশাস সহ একাধিক দেশে ভ্যাকসিন পাঠিয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এর আগে পাঠানো হয় নেপাল, বাংলাদেশেও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মলদ্বীপ, ভুটান, মায়ানমারে ভ্যাকসিন পাঠিয়ে চলেছে ভারত।
গত মাসে কূটনীতিকদের জন্য টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে এই তালিকায় আছে ভারতে অবস্থিত কনস্যুলেট, বিশেষ সংস্থা, বিদেশি সংস্থা। উল্লেখ্য, করোনা অতিমারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। আর তা শুরু হওয়ার পর একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে ৩৭ লক্ষ স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয় হয়েছে। শুধু দেশের অন্দরেই নয়। ব্রাজিলের মতো দেশেও এই ভ্যাকসিন দেওয়া হয়।
এদিকে দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। সেইসঙ্গে বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। দেশের মধ্যে দৈনিক মৃত্যুতে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৭০৩ জন। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ৯০ হাজার ১৮৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ৮০ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ১১০। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৯৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৩৯।
India on Corona Vaccination: পাকিস্তানি কূটনীতিকদের টিকা নেওয়ার জন্য আমন্ত্রণ কেন্দ্রীয় সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2021 03:53 PM (IST)
ইতিমধ্যে মায়ানমার, মরিশাস সহ একাধিক দেশে ভ্যাকসিন পাঠিয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এর আগে পাঠানো হয় নেপাল, বাংলাদেশেও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মলদ্বীপ, ভুটান, মায়ানমারে ভ্যাকসিন পাঠিয়ে চলেছে ভারত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -