ক্যানবেরা: কোভিড-১৯ ভ্যাকসিন নিজেদের কর্মীদের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগের কথা ঘোষণা করল একটি চিনা মাইনিং কোম্পানি। পাপুয়া নিউগিনির রামু নিকো ম্যানেজমেন্ট (এমসিসি) লিমিটেড নামে ওই সংস্থার দাবিতে শোরগোল ছড়িয়েছে। দি অস্ট্রেলিয়ান সংবাদপত্রের খবর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটির স্বাস্থ্যমন্ত্রী পাপুয়া জেলটা ওং এই দাবি তাঁর মন্ত্রক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন। চিনা মাইনিং সংস্থার দাবি, তারা নিজেদের কর্মীদের শরীরে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন দিয়েছে। পাপুয়া নিউগিনির ন্যাশনাল প্যানডেমিক রেসপন্স কন্ট্রোলার ডেভিড ম্যানিং দেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন পরীক্ষা বা ট্রায়াল নিষিদ্ধ করেছেন, এও উল্লেখ করেছেন যে, কোনও ট্রায়ালের সম্মতিই দেয়নি জাতীয় স্বাস্থ্য দপ্তর। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, পাপুয়া নিউগিনিতে আমদানি করা যে কোনও ভ্যাকসিনকেই জাতীয় স্বাস্থ্য দপ্তরের অনুমোদন পেতে হবে, একাধিক কঠিন ট্রায়াল, নিয়মবিধি, পদ্ধতি ও প্রটোকল পেরতে হবে এবং আগাম অনুমোদন নিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। ওং কোনও মন্তব্য করতে চাননি।
তবে চিনা কোম্পানির লেটারহেডে ‘ভ্যাকসিন স্টেটমেন্ট’ শিরোনামে বলা হয়েছে, ৪৮ জন চিনা কর্মীর দেহে গত ১০ আগস্ট সার্স-কোভ-২ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বিবৃতিটি পাপুয়া নিউগিনির স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে, বলা হয়েছে যে, ভ্যাকসিনটি যারা নেবে, তাদের মধ্যে টেস্টের ফল ফলস-পজিটিভ হতে পারে।
ম্যানিং ইতিমধ্য়ে দেশে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু বিংয়ের কাছে লিখিত ভাবে অবিলম্বে ভ্যাকসিন বিবৃতি নিয়ে চিন সরকারের অবস্থানের ব্যাখ্যা চেয়েছেন।
প্রসঙ্গত, রামু কোম্পানিটি চালায় চিনের সরকারি মালিকানাধীন চায়না মেটালার্জিকাল গ্রুপ কর্পোরেশনের অধীনস্থ মেটালার্জিকাল কর্পোরেশন অব চায়না।
সংবাদপত্রটি জানিয়েছে, ইন্দোনেশিয়ার পর পাপুয়া নিউগিনির নিকটতম প্রতিবেশী ও তাদের সবচেয়ে বড় বিদেশি ত্রাণ সরবরাহকারী অস্ট্রেলিয়া জানতে পেরেছিল যে, চিন ওই এলাকায় সরকারি মালিকানাধীন সংস্থার কর্মীদের করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়ালে কাজে লাগাতে পারে। অস্ট্রেলিয়া সরকারের অফিসাররা কোনও প্রতিক্রিয়া অবশ্য দেননি।
পাপুয়া নিউগিনি ৯০ লক্ষ লোকের দেশ। গরিব দেশটির বাসিন্দাদের বেশিরভাগই কৃষক। এপর্যন্ত সেদেশে ৩৬১টি কোভিড সংক্রমণের খবর মিলেছে, মৃত্যু হয়েছে চারজনের। যদিও গত মাসে সংক্রমণ বাড়ে, বিশেষত রাজধানী পোর্ট মর্সবিতে। অতিমারী রোধে সেখানে কার্ফু জারি করা হয়েছে।
কর্মীদের ওপর কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করেছে পাপুয়া নিউগিনির চিনা মাইনিং কোম্পানি! বেজিংয়ের ব্যাখ্যা তলব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2020 06:48 PM (IST)
চিনা কোম্পানির লেটারহেডে ‘ভ্যাকসিন স্টেটমেন্ট’ শিরোনামে বলা হয়েছে, ৪৮ জন চিনা কর্মীর দেহে গত ১০ আগস্ট সার্স-কোভ-২ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বিবৃতিটি পাপুয়া নিউগিনির স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে, বলা হয়েছে যে, ভ্যাকসিনটি যারা নেবে, তাদের মধ্যে টেস্টের ফল ফলস-পজিটিভ হতে পারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -