IPL 2020: চেন্নাই থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি ধোনি সহ সিএসকে দলের সদস্যদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2020 04:48 PM (IST)
CSK Leave for IPL 2020 UAE:আসন্ন আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দিল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজার মতো সিএসকে খেলোয়াড়দের বেশ চনমনে দেখিয়েছে।
নয়াদিল্লি: আসন্ন আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দিল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজার মতো সিএসকে খেলোয়াড়দের বেশ চনমনে দেখিয়েছে। হোটেলের বাইরে খেলোয়াড়দের একত্রিত হওয়ার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিএসকে। ধোনি, রায়না ও জাডেজা সহ দলের খেলোয়াড়দের দেখা গেল বেশ হাসিখুশি মেজাজে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। গত বছর টুর্নামেন্টের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল সিএসকে। ফাইনালে সেই স্বপ্নভঙ্গের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য এবার ধোনি-ব্রিগেডের। আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। গতবারের ফাইনালে হারের হিসেব বরাবর করার দিকে লক্ষ্য থাকবে হলুদ বাহিনীর। মুম্বই এখনও পর্যন্ত চারবার আইপিএল জিতেছে। এবার চ্যাম্পিয়ন হলে সেই রেকর্ড ধরে ফেলবে চেন্নাই। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আইপিএল। শারজা , আবু ধাবি ও দুবাই-এই তিনটি জায়গায় টুর্নামেন্টের ম্যাচগুলি হবে। ফাইনাল ১০ নভেম্বর। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি ও রায়না। এবারের আইপিএলে নিজেদের মেলে ধরার একটা বাড়তি তাগিদ থাকবে দুজনেরই। অনুরাগীরাও ধোনিকে বাইশ গজে দেখতে মুখিয়ে রয়েছেন। ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনিকে। সংবাদসংস্থা জানিয়েছে, শুক্রবার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে যাচ্ছেন না সিনিয়র অফস্পিনার হরভজন সিংহ। ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত। দুই সপ্তাহের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগ দেবেন।