সুমন ঘড়াই, কলকাতা: টিকাকরণ নিয়ে আজ সব জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যাঁরা ভোটকর্মী হিসেবে কাজ করবেন ৬ মার্চের মধ্যে তাঁদের টিকাকরণ শেষ করতে হবে। আজ, শুক্রবার ভিডিও কনফারেন্স বৈঠকে জেলাশাসকদের এই নির্দেশ দিয়েছে মুখ্যসচিব।


শুধু তাই নয়, এদিনের বৈঠকে সাফ জানানো হয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে হবে। ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে হবে। এদিকে নির্বাচনের কাজে প্রচুর গাড়ি ব্যবহার করা হয়। যদিও সেই গাড়ির চালক ও খালাসিদের টিকাকরণ করা  হবে না কি সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


নবান্ন সূত্রে খবর, আজ এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক প্রায় দেড় ঘণ্টা চলে। গতকাল‌ই নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরকারি আধা সরকারি শিক্ষক ও শিক্ষক কর্মচারী সকলকেই অগ্রাধিকারের ভিত্তিতে নাম নথিভুক্ত করা হবে। সব মিলিয়ে সংখ্যা নয় থেকে সাড়ে নয় লক্ষ হবে। রাজ্য সরকার সমস্ত সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণের কাজ হাতে নিয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের কর্মী, পুরসভার কর্মচারী, পুলিশ শুরু হয়েছে।


এবার জেলা শাসকদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সরকারি কর্মচারীদের নাম নথিভুক্ত করার কাজ করার জন্য। আগামীদিনের রাজ্যের সমস্ত কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কলেজ অধ্যাপক এবং শিক্ষা কর্মী ও অশিক্ষক কর্মচারী সবার টিকাকরণের কাজ রাজ্য সরকার শুরু করবে।