চেন্নাই: আইপিএল-এর নতুন মরসুমের আগে নিলামে সব দলই নতুন করে স্কোয়াড গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কলকাতা নাইট রাইডার্স যেমন হরভজন সিংহের মতো অভিজ্ঞ স্পিনারকে দলে নিয়েছে, তেমনই শাকিব আল-হাসানের মতো অলরাউন্ডারকেও দলে নিয়েছে। এছাড়া করুণ নায়ারকেও নিয়েছে কেকেআর। অন্য দলগুলিও ভাল স্কোয়াড গড়ে তোলার চেষ্টা করেছে। ১৬.২৫ কোটি টাকা দিয়ে ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএল-এ মরিসই সবচেয়ে বেশি দর পেয়েছেন। ১৫ কোটি টাকা দিয়ে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিয়েসনকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪.২৫ কোটি টাকা দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে আরসিবি। ১৪ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনকে দলে নিয়েছে পঞ্জাব কিংস। ৯.২৫ কোটি টাকা দিয়ে কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
একনজরে দেখে নেওয়া যাক, কোন ক্রিকেটারকে কত দাম দিয়ে কিনল কোন দল-
করুণ নায়ার (৫০ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স
স্টিভ স্মিথ (২.২ কোটি টাকা), দিল্লি ক্যাপিটালস
গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কেদার যাদব (২ কোটি টাকা), সানরাইজার্স হায়দরাবাদ
শাকিব আল-হাসান (৩.২ কোটি টাকা), কলকাতা নাইট রাইডার্স
মইন আলি (৭ কোটি টাকা), চেন্নাই সুপার কিংস
শিবম দুবে (৪.৪ কোটি টাকা), রাজস্থান রয়্যালস
ক্রিস মরিস (১৬.২৫ কোটি টাকা), রাজস্থান রয়্যালস
ডেভিড মালান (১.৫ কোটি টাকা), পঞ্জাব কিংস
স্যাম বিলিংস (২ কোটি টাকা), দিল্লি ক্যাপিটালস
অ্যাডাম মিলনে (৩.২ কোটি টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
মুস্তাফিজুর রহমান (১ কোটি টাকা), রাজস্থান রয়্যালস
ঝাই রিচার্ডসন (১৪ কোটি টাকা), পঞ্জাব কিংস
নাথান কুল্টার-নাইল (৫ কোটি টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
উমেশ যাদব (১ কোটি টাকা), দিল্লি ক্যাপিটালস
মুজিব উর-রহমান (১.৫ কোটি টাকা), সানরাইজার্স হায়দরাবাদ
হরভজন সিংহ (২ কোটি টাকা), কলকাতা নাইট রাইডার্স
পীযূষ চাওলা (২.৪ কোটি টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
সচিন বেবি (২০ লক্ষ টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রজত পতিদার (২০ লক্ষ টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রিপল পটেল (২০ লক্ষ টাকা), দিল্লি ক্যাপিটালস
শাহরুখ খান (৫.২৫ কোটি টাকা), পঞ্জাব কিংস
বেঙ্কটেশ আয়ার (২০ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স
কৃষ্ণাপ্পা গৌতম (৯.২৫ কোটি টাকা), চেন্নাই সুপার কিংস
বিষ্ণু বিনোদ (২০ লক্ষ টাকা), দিল্লি ক্যাপিটালস
শেলডন জ্যাকসন (২০ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স
মহম্মদ আজহারউদ্দিন (২০ লক্ষ টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
লুকম্যান মেরিওয়ালা (২০ লক্ষ টাকা), দিল্লি ক্যাপিটালস
চেতন সাকারিয়া (১.২ কোটি টাকা), রাজস্থান রয়্যালস
রিলি মেরিডিথ (৮ কোটি টাকা), পঞ্জাব কিংস
এম সিদ্ধার্থ (২০ লক্ষ টাকা), দিল্লি ক্যাপিটালস
জগদীশা সুচিত (৩০ লক্ষ টাকা), সানরাইজার্স হায়দরাবাদ
কে সি কারিয়াপ্পা (২০ লক্ষ টাকা), রাজস্থান রয়্যালস
চেতেশ্বর পূজারা (৫০ লক্ষ টাকা), চেন্নাই সুপার কিংস
পবন নেগি (৫০ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স
কাইল জেমিয়েসন (১৫ কোটি টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বেন কাটিং (৭৫ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স
টম কারান (৫.২৫ কোটি টাকা), দিল্লি ক্যাপিটালস
মোজেস হেনরিকস (৪.২ কোটি টাকা), পঞ্জাব কিংস
উৎকর্ষ সিংহ (২০ লক্ষ টাকা), পঞ্জাব কিংস
জলজ সাক্সেনা (৩০ লক্ষ টাকা), পঞ্জাব কিংস
বৈভব অরোরা (২০ লক্ষ টাকা), কলকাতা নাইট রাইডার্স
ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লক্ষ টাকা), পঞ্জাব কিংস
ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (৪.৮ কোটি টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
লিয়াম লিভিংস্টোন (৭৫ লক্ষ টাকা), রাজস্থান রয়্যালস
সূযশ প্রভুদেশাই (২০ লক্ষ টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
কে এস ভরত (২০ লক্ষ টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
এম হরিশঙ্কর রেড্ডি (২০ লক্ষ টাকা), চেন্নাই সুপার কিংস
কুলদীপ যাদব (২০ লক্ষ টাকা), রাজস্থান রয়্যালস
জেমস নিশম (৫০ লক্ষ টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
যুধবীর চড়ক (২০ লক্ষ টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
কে ভগত ভার্মা (২০ লক্ষ টাকা), চেন্নাই সুপার কিংস
মার্কো জ্যানসেন (২০ লক্ষ টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
সৌরভ কুমার (২০ লক্ষ টাকা), পঞ্জাব কিংস
সি হরি নিশান্ত (২০ লক্ষ টাকা), চেন্নাই সুপার কিংস
আকাশ সিংহ (২০ লক্ষ টাকা), রাজস্থান রয়্যালস
অর্জুন তেন্ডুলকর (২০ লক্ষ টাকা), মুম্বই ইন্ডিয়ান্স
এবার দেখে নেওয়া যাক অবিক্রিত ক্রিকেটারদের তালিকা-
অজয় দেব গৌড়, জ্যাক ওয়াইল্ডারমাথ, হর্ষ ত্যাগী, জেরাল্ড কোয়েৎজি, টিম ডেভিড, প্রত্যুষ সিংহ, অ্যালেক্স হেলস, জেসন রয়, এভিন লুইস, অ্যারন ফিঞ্চ, হনুমা বিহারী, গ্লেন ফিলিপস, অ্যালেক্স কেরি, কুশল পেরেরা, শেল্ডন কট্রেল, আদিল রশিদ, রাহুল শর্মা, ইশ সোধি, কায়েশ আহমেদ, হিমাংশু রানা, রাহুল গহলৌত, হিম্মত সিংহ, বিষ্ণু সোলাঙ্কি, অতীত শেঠ, আয়ুষ বদোনি, বিবেক সিংহ, কেদার দেওধর, অভি বারোত, মুজতবা ইউসুফ, অঙ্কিত রাজপুত, কুলদীপ সেন, তুষার দেশপাণ্ডে, কর্ণবীর সিংহ, সন্দীপ ল্যামিছানে, মিধুন সুধেসান, তেজস বরোকা, রভম্যান পাওয়েল, শন মার্শ, কোরে অ্যান্ডারসন, ডেভন কনওয়ে, ড্যারেন ব্র্যাভো, র্যাসি ভ্যান ডার ডুসেন, মার্টিন গাপটিল, গুরকিরত সিংহ, মার্নাস লাবুশেন, বরুণ অ্যারন, ওশানে টমাস, মোহিত শর্মা, বিলি স্ট্যানলেক, মিচেল ম্যাকক্লানাঘান, জেসন বেহরেনডর্ফ, নবীন উল-হক, কর্ণ শর্মা, কে এল শ্রীজিৎ, বেন ডোয়ারশুইস, জি পেরিয়াস্বামী, থিসারা পেরেরা, বেন ম্যাকডারমট, ম্যাথু ওয়েড, শন অ্যাবট, সিদ্ধেশ লাড, তেজিন্দর ধিঁলো, প্রেরক মাঁকড়, জশ ইঙ্গলিস, সিমরজিৎ সিংহ, স্কট কাগেলেইন, ওয়েন পারনেল, রেসি টপলি, ক্রিস গ্রিন, ইসুরু উদানা, জর্জ লিন্ডে ও চৈতন্য বিষ্ণোই।