সুমন ঘড়াই, কলকাতা: রাজ্যের সব সরকারি কর্মীকে করোনার টিকা দেওয়া হবে। সেইসঙ্গে টিকা দেওয়া হবে সব সরকারি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও। আজ নবান্নে এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি নির্বাচন কমিশন ভোট কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য রাজ্যকে জানিয়েছে।
সারা দেশের সঙ্গে বাংলাতেও সামনের সারির কোভিড যোদ্ধাদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে ১৬ জানুয়ারি। পরের ধাপে টিকা দেওয়া শুরু হয়েছে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের।
এবার রাজ্য সরকারের সিদ্ধান্ত, সব সরকারি কর্মীকে করোনার টিকা দেওয়া হবে। টিকা দেওয়া হবে সরকারি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও। বৃহস্পতিবার সব জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকে তিনি সরকারি সিদ্ধান্তের কথা জানান।
নবান্ন সূত্রে খবর, সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানায়, যে সরকারি কর্মীদের ভোটের কাজে নিযোগ করা হবে, তাঁদের আগে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
রাজ্যে সরকারি কর্মীর সংখ্যা প্রায় সাড়ে ৯ লক্ষ। কত দিনের মধ্যে তাঁদেরকে টিকা দেওয়া হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি নবান্নের তরফে।