নয়াদিল্লি: ভারতে শুরু হল তৃতীয় ভ্যাকসিন দেওয়ার কাজ। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর এবার করোনা মোকাবিলায় আরেক অস্ত্র স্পুটনিক ভি। হায়দরাবাদে শুরু হল রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়ার কাজ। সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরিস আগেই এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয়। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস জানায়, আজ হায়দরাবাদে প্রথম দফায় স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, ৫ শতাংশ জিএসটি সহ আপাতত স্পুটনিক ভি ভ্যাকসিনের দাম ধার্য হয়েছে ৯৪৮ টাকা। 


বেসরকারি হাসপাতালে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের ডোজের জন্য লাগছে সাড়ে আটশো টাকা। কো-ভ্যাকসিনের দাম ডোজ পিছু দেড় হাজার টাকা। দেশে স্পুটনিকের বরাতপ্রাপ্ত সংস্থা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি। শুক্রবার তাঁরা জানিয়েছে, এখন হাজার টাকা ছুঁইছুঁই হলেও পরবর্তীকালে স্থানীয় স্তরে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে কমতে পারে দাম।


গতকালই রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছয় ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই যে ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারজাত করে টিকাকরণ শুরু করা হবে বলেই আশা প্রকাশ করে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পলের। এদিকে, জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। প্রায় ১৬ কোটির মতো স্পুটনিক ভি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মাঝেই হু এবং এফডিএ অনুমোদিত অন্যান্য ভ্যাকসিন আমদানিতেও সম্মতি। যার ফলে ফাইজার, মর্ডানা, জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থার বানানো টিকা ভারতের আনার ক্ষেত্রে সমস্যা মিটবে। যে পরিস্থিতিতে দেশে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি মিটবে বলেই আশা করা যায়।


বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভিকে পল (স্বাস্থ্য) জানান, 'ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভ্যাকসিন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী সপ্তাহ থেকেই যা বাজারজাত করা যাবে। রাশিয়া থেকে আপাতত যে অল্প সংখ্যক স্পুটনিক টিকা এসে পৌঁছেছে তা দিয়ে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণের কাজ শুরু করা যাবে বলেই প্রত্যাশা রাখছি।' একইসঙ্গে তিনি বলেন, 'আগামী দিনে রাশিয়া থেকে আরও ভ্যাকসিন এসে পৌঁছবে। জুলাই থেকে ভারতেই স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে। ১৫.৬ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।'