ওয়াশিংটন:  করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল হোয়াইট হাউসে তিনি মার্কিন সিডিসি-র জারি করা মাস্ক-নির্দেশিকাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন, আজ আমেরিকার জন্য বিরাট একটা দিন। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকলে, নির্দ্বিধায় মাস্ক খুলে রাখতে পারেন।


করোনা অতিমারীর বিরুদ্ধে যেখানে প্রবলভাবে মোকাবিলার চেষ্টায় গোটা বিশ্ব, সেখানে স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল আমেরিকা। 


সম্প্রতি, মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) নির্দেশিকায় জানায়, যাঁদের টিকাকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ যাঁদের ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের আর বেশিরভাগ ক্ষেত্রে মাস্ক পরার প্রয়োজন নেই। সিডিসি-র নির্দেশিকা অনুযায়ী, পূর্ণ ভ্যাকসিনেটেড ব্যক্তিরা যদি অনেকে মিলে বাড়ির ভেতর একসঙ্গেও থাকেন, সেক্ষেত্রেও মাস্ক পরার প্রয়োজন নেই। 


সিডিসি নির্দেশিকা অনুযায়ী, ভ্যাকসিনের ডোজ সম্পন্ন হওয়া ব্যক্তিরা মাস্ক ছাড়াই নির্দ্বিধায় যাবতীয় কাজে যোগ দিতে পারেন। শুধু একে অপরের থেকে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, যেসব জায়গায় প্রশাসনিক নির্দেশের দ্বারা মাস্ক বাধ্যতামূলক করা রয়েছে, সেখানে মাস্ক পরতে হবে।


এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাইডেন বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে মাস্ক এখন অত্যাবশ্যক হয়ে উঠেছে।


নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়ে গতকাল বাইডেন বলেন, আজ আমেরিকার একটি বিরাট দিন। যদি আপনার টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে আর আপনার মাস্ক পরার প্রয়োজন নেই। 


আমেরিকাবাসীকে নতুন নিয়ম থেকে উদ্বুদ্ধ হওয়ার কথাও বলেন বাইডেন। বলেন, আমেরিকাবাসী, তাহলে প্রস্তুত হোন। ভ্যাকসিন নিন আর মাস্ক প্রত্যাহার করুন। যতদিন না ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ করছেন, ততদিন সকলকে মাস্ক পরার পরামর্শও দেন মার্কিন প্রেসিডেন্ট।


এর আগে, হোয়াইট হাউসের ওভাল অফিসে রিপাবলিকানদের বৈঠকে বসেছিলেন বাইডেন। সেখানে, যাঁদের পূর্ণ ভ্যাকসিন নেওয়া হয়েছে, তাঁদের মাস্ক খুলে ফেলার ডাক দেন বাইডেন। নিজেও তাই করেন। বলেন, সকলে মিলে সিডিসি-র নির্দেশিকাকে স্বাগত জানাই। 


পরিসংখ্যান বলছে, বর্তমানে ৩৫ শতাংশ মার্কিন নাগরিকের ভ্যাকসিনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মার্কিন প্রশাসনের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ডোজের দু সপ্তাহ পর থেকে কোনও ব্যক্তিকে পূর্ণ ভ্যাকসিনেটেড বলা হয়।