এই পরিস্থিতিতে সকলকে বারবার করে হাত ধোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়াতে এবার একটি টিকটক ভিডিও শেয়ার করল ইউনিসেফ। তারা ভিয়েতনামের শিল্পী কোয়াং ড্যাংয়ের একটি ‘হ্যান্ড ওয়াশিং’ ডান্স ভিডিও শেয়ার করেছে ট্যুইটার হ্যান্ডেলে।
সঙ্গে উল্লেখ করা হয়েছে, করোনার আক্রমণ রুখতে বারবার ধুতে হবে হাত। জলই সুরক্ষার প্রথম হাতিয়ার!
মজাদার ডান্স স্টেপের সঙ্গে হাত ধোয়ার রীতি দেখানো হয়েছে এই ভিডিওয়।
“খাওয়ার আগে, নাক পরিষ্কার করার পর, কাশি বা হাঁচির পর, বাথরুমে যান, ভাল করে হাত ধুয়ে আসুন। সাবান বা জল হাতের কাছে না পেলে অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন। যাতে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহল আছে।” সম্প্রতি এক রিলিজে জানিয়েছে ইউনিসেফ।