নয়াদিল্লি: কোভিশিল্ডের পর এবার দাম কমল কোভ্যাকসিনের। রাজ্য সরকার কত টাকায় কোভ্যাকসিন কিনতে পারবে, তা জানাল ভারত বায়োটেক। এদিন এক বিবৃতি জারি করে ভারত বায়োটেক জানিয়েছে, ৪০০ টাকায় ভ্যাকসিন কিনতে পারবে রাজ্য সরকার। এর আগে সংস্থা জানায়, সরকারি হাসপাতালের ক্ষেত্রে দাম ধার্য হয়েছে ৬০০ টাকা। বেসরকারি হাসপাতালকে কোভ্যাকসিন কিনতে হবে ১২০০ টাকায়।


প্রসঙ্গত, ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত করোনা মোকাবিলায় কেন্দ্র সিদ্ধান্ত নেয়, রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলি সরাসরি টিকা উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে ডোজ কিনতে পারবে। তরুণ প্রজন্মের মধ্যে টিকাকরণের জন্য সিরামের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ৫০ শতাংশ পর্যন্ত কিনতে পারবে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি। বাকি অর্ধেক অংশ পাবে কেন্দ্র। কেন্দ্রের তরফে এই ভ্যাকসিন ৪৫-এর বেশি বয়সিদের বিনামূল্যে দেওয়া হবে। 


গতকালই সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমায় সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। রাজ্যগুলির কাছে ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করে নেওয়া হবে প্রতি ডোজে। টুইটারে জানালেন সংস্থার সিইও আদার পুনাওয়ালা। এবার ভ্যাকসিনের দাম কমানোর কথা ঘোষণা করল ভারত বায়োটেক। 


গতকাল টুইটারে আদার পুনাওয়ালা লেখেন, সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার জনহিতৈষী কাজের অঙ্গ হিসাবে রাজ্যগুলির জন্য প্রতি ডোজের দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হচ্ছে। এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে, হাজার হাজার কোটি টাকার তহবিল বাঁচবে। টিকাকরণ বাড়বে এবং অসংখ্য মানুষের প্রাণ রক্ষা পাবে।


এদিকে পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন ৷