মুম্বই: রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। আর সংক্রমণ বৃদ্ধির জেরে ফের লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। ১৫ মে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে এই লকডাউন।


গতকালই, এই  লকডাউনের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এর আগে ১৪ এপ্রিল লকডাউন ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। আগামীকালই তার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু দেশ সহ রাজ্যে যে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা তাতে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। এই অবস্থায় কোনও ছাড় দিতে পারছে না রাজ্য সরকার। এই লকডাউন জরুরি পরিষেবায় ছাড় দিয়েছে মহারাষ্ট্র।


রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরও ১৫ দিনের জন্য লকডাউন বাড়াবে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র মন্ত্রিসভার সব সদস্যই এই বিষয়ে শীলমোহর দিয়েছেন। পাশাপাশি সপ্তাহান্তে লকডাউনও জারি থাকবে বলে জানিয়েছে সরকার। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন জারি থাকবে।


 


কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার?


 


১. রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একসঙ্গে ৫ জন বা তার বেশি জমায়েত করতে পারবেন না।


 


২. বেসরকারি অফিস, প্রেক্ষাগৃহ, সেলুন বন্ধ থাকবে।


 


৩. বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল, জিমের মতো জায়গাগুলিয


 


৪. কোনও রকম সামাজিক অনুষ্ঠানে জমায়েত করা যাবে না।


 


সারা দেশের পাশাপাশি মহারাষ্ট্রেও ১ মে থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ। ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। কিন্তু এরই মধ্যে জানা গিয়েছে, আগামী ৩ দিন রাজ্য়ে কোনও টিকাকরণ কর্মসূচি হবে না। ভ্যাকসিনের আকালকেই তার কারণ হিসেবে দেখানো হয়েছে। একইসঙ্গে আপাতত স্থগিত রাখা হয়েছে রেজিস্ট্রেশনও।


এদিকে মহারাষ্ট্রে মারাত্মক আকার নিয়েছে করোনা। আজ, বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭১ জনের। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৫৯ জন। রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লক্ষ ৭০ হাজার ৩০১।