নয়া দিল্লি : করোনার ভ্যাকসিনে কেন্দ্র, রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির জন্য পৃথক দাম নির্ধারণ হয়েছে। এনিয়ে আজ বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে শীর্ষ আদালতের প্রশ্ন, কেন কেন্দ্র, রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির কাছে আলাদা আলাদা দাম নেওয়া হবে ? কেন্দ্রীয় সরকার কেন ১০০% ভ্যাকসিন কিনে নিচ্ছে না?


দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বতঃ প্রণোদিত মামলায় আজ শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রকে। লকডাউন, রাজ্যগুলিতে অক্সিজেন সরবরাহ, ভ্যাকসিনের দাম এবং ওষুধের জোগানের মতো বিষয়গুলি উঠে আসে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, এল এন রাও এবং এস আর ভাটের বেঞ্চ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতে আবেদন জমা পড়ার কথা জানায়।  


কেন ভ্যাকসিনের আলাদা দাম ? 


এই মুহূর্তে দেশে কোভ্যাকসিন ও কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু, কেন্দ্র, রাজ্য ও বেসরকারি সংস্থাগুলির জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করেছে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি। এনিয়ে দেশের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে আজ কেন্দ্রের কাছে শীর্ষ আদালত জানতে চায়, কেন্দ্র কেন ১০০ শতাংশ ডোজ কিনে নিচ্ছে না ? রাজ্য এবং কেন্দ্রের জন্য কেন পৃথক দাম ? এর পিছনে যুক্তি কী ?


শীর্ষ আদালতের নির্দেশ, স্বাধীনতার পর থেকে আমরা যে ন্যাশনাল ইমিউনাইজেশন মডেল অনুসরণ করছি, তা-ই যেন করা হয়। দামের বিষয়টি খুবই গুরুতর। কীভাবে গরিব এবং প্রান্তিক শ্রেণির মানুষ টিকার জন্য টাকা জোগাড় করবেন ? বেসরকারি সেক্টরের মতো এধরনের মডেল আমাদের থাকতে পারে না।


আদালত আরও বলেছে, কোন রাজ্য কত সংখ্যক ভ্যাকসিন পাবে তা বেসরকারি সংস্থাগুলি ঠিক করতে পারে না। এর পাশাপাশি আদালতের প্রশ্ন, যাঁরা নিরক্ষর এবং ইন্টারনেট পরিষেবা নেই, তাঁরা কীভাবে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন ? উল্লেখ্য, সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, দেশে ১৮ থেকে ৪৫ বছর বয়সি কত সংখ্যক মানুষ আছে তা জানানো হবে।