চেন্নাই: করোনাভাইরাস আতঙ্কের জের। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সংখ্যায় ব্যাপক পতন। যার জেরে বহু ফ্লাইট বাতিল করতে হল। খবরে প্রকাশ, গত এক সপ্তাহে চেন্নাইয়ের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসংখ্যা প্রায় ৩০ হাজার কমে বর্তমানে ৭০ হাজারে দাঁড়িয়েছে। এর ফলে, বহু আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক উড়ান বাধ্য হয়ে বাতিল করতে হয়েছে।
জানা গিয়েছে, গত এক সপ্তাহে চেন্নাইতে প্রায় ১৮০ ফ্লাইট বাতিল করা হয়েছে। কেন্দ্রের জারি করা একাধিক দেশের ওপর যাত্রা নিষেধাজ্ঞা, কোয়ারান্টিন শর্তাবলির ফলে, যাত্রী সংখ্যা বড় হ্রাস পেয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ফ্লাইটের সংখ্যা কমিয়েছে ক্যাথে প্যাসিফিক, তাই এয়ারওয়েজ, লুফৎহান্সা, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও এয়ার ফ্রান্স। এছাড়া বিমান বাতিল করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, ওমান এয়ার, গালফ এয়ার ও সৌদিয়া।
করোনাভাইরাস: যাত্রী সংখ্যা কমেছে ৩০ হাজার, ১৮০ বিমান বাতিল চেন্নাই থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2020 10:58 AM (IST)
বিমানবন্দর কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -