কলকাতা: বয়স মাত্র ৪২ দিন। তাকেও ছাড়ল না করোনা। কিন্তু ছোট্ট প্রাণকে কাবু করতে পারল না কোভিড। ভয়ঙ্কর ভাইরাস হার মানল সদ্যোজাতর কাছে । করোনা মুক্ত হয়ে অভিভাবকের কোলে চড়ে বাড়ি ফিরল ফুটফুটে শিশু।

১৭ অগাস্ট জ্বর ও অন্য উপসর্গ নিয়ে  মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।  চিকিত্‍সকরা জানান, ভর্তির পর শিশুটির হার্ট ও ফুসফুসের অবস্থা খারাপ ছিল। তাকে রাখা হয় ভেন্টিলেশনে।

কোভিড পরীক্ষায় শিশুটির করোনা ধরা পড়লেও আশ্চর্যজনকভাবেই তার বাবা ও মা কারও শরীরে করোনা ধরা পড়েনি।  ৮ দিন রাখার পর শিশুটির অবস্থার উন্নতি হওয়ায় শিশুটিকে ভেন্টিলেশন থেকে বের করা হয়। আজ সে সুস্থ হয়ে বাড়ি গেল। করোনা পরীক্ষার রিপোর্টও এবার নেগেটিভ এসেছে।

এর আগে, করোনা জয় করে ঘরে ফেরে ৬৩ দিনের শিশু। রাজ্যে সর্বকনিষ্ঠ করোনা জয়ী ছিল সে। শিশুটির বাবা-মা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। শিশুটির যখন ৪০ দিন বয়স, তখন শ্বাসকষ্টের কারণে তাকে ভর্তি করা হয় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হয় সে। শিশুটি ও তার বাবা-মায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।