মুম্বই: অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন টিভির জনপ্রিয় অভিনেতা গৌরব চোপড়া। মাত্র ১০ দিনের মধ্যে বাবা-মা উভয়কেই হারিয়ে তিনি শোকে মুহ্যমান। ২০ অগস্ট চলে গিয়েছেন বাবা। আর কয়েক দিন আগে চিরবিদায় নিলেন মা। গৌরব বলেন, আমার সবচেয়ে বড় আক্ষেপ ওঁরা কোভিড আক্রান্ত হওয়ায় শেষবারের মতো সামনে থেকে দেখতেও পেলাম না। সেই জানুয়ারিতে ওঁদের সঙ্গে আমার অনেকক্ষণ সময় কেটেছিল অনেকক্ষণ। আমরা গল্প করেছিলাম। ছবি তুলেছিলাম। ভিডিয়ো করেছিলাম। সাড়ে তিন বছর ধরে মায়ের ক্যান্সার ছিল। তবুও উনি সব সয়েও হাসিখুশি ছিলেন সেদিন। গাইলেন, নাচলেন আমাদের সঙ্গে। বাবার খুশির মেজাজে ছিলেন। করোনা এসে সব কি যে হয়ে গেল। সকলকেই হারিয়ে ফেললাম আমি।আর ফিজিক্যালি দেখা হল না, এই আফশোস কোনও দিন যাওয়ার নয়।

দুঃখ সম্পর্কে গৌরবের সংযোজন, জুন থেকে বিমান চলাচল শুরু হল। আমি মুম্বই থেকে দিল্লি আসতে চাইলাম। কিন্তু বাবা-মা দুজনেই আমার নিরাপত্তার কথা ভেবে না করলেন। বললেন পরিস্থিতি ভালো নয়। আরও কিছু দিন দেখে, আরও খানিকটা স্বাভাবিক হলে তবেই আমার আসা উচিত। ওঁরা আমার জন্য চিন্তা থেকেই কথাগুলো বলছিলেন। তাই ওঁদের কথাই সেদিন মেনে নিই। কিন্তু এখন ভীষণ আফশোস হচ্ছে। আমি এমনিতে কোনও দিন বাবা-মায়ের কথা অমান্য করিনি। কিন্তু মনে হচ্ছে সেদিন আমার ওঁদের কথা না শুনে নিজের জেদে বিমান ধরে চলে গিয়ে দেখা করে আসা উচিত ছিল। আর তো কোনও দিন দেখা হবে না।