আগরা: নোভেল করোনায় দেশে এই প্রথম এফআইআর করার নির্দেশ। তথ্য গোপন করার অভিযোগে বেঙ্গালুরুর করোনা-আক্রান্ত গুগল কর্মীর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আগরা প্রশাসনের।
খবরে প্রকাশ, গুগলে কর্মরত স্বামীর সঙ্গে ইতালিতে হনিমুনে গিয়েছিলেন ওই মহিলা। দেশে ফেরার পর, স্বামীর শরীরে করোনার প্রমাণ মেলে। তাঁকে রাখা হয় কোয়ারান্টিনে। একইসঙ্গে, মহিলাকেও আইসোলেশনে রাখা হয়েছিল।
অভিযোগ, কাউকে না জানিয়ে বিমানে চড়ে দিল্লি চলে যান গুগল কর্মীর স্ত্রী। সেখান থেকে ট্রেনে চড়ে আগরায় বাপের বাড়িতে যান।
মহিলার এই গতিবিধির খবর পেয়ে ঘুম উড়ে যায় স্বাস্থ্য আধিকারিকদের। মহিলা কোন বগিতে ছিলেন, তার যাত্রী তালিকা বের করে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নিতে শুরু করেন তাঁরা। ওই যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়।
পাশাপাশি, মহিলা যেখানে উঠেছেন, সেই রেল কলোনির ওপর নজর রাখতে শুরু করেন স্বাস্থ্য আধিকারিকরা। এদিকে, আগরার সিএমও দাবি করেন, মহিলার খোঁজ করতে সরকারি কর্মীরা পৌঁছলে তাঁর বাবা মিথ্যে কথা বলে তাঁদের বিভ্রান্ত করা চেষ্টা করেন। অভিযোগ, মহিলার বাবা জানান, তাঁর মেয়ে বেঙ্গালুরু ফিরে গিয়েছে।
পরে, মহিলাকে বাপের বাড়ি থেকেই উদ্ধার করা হয়। কার্যত জোর করে হাসপাতালে স্ক্রিনিংয়ে পাঠানো হয়। বর্তমানে, আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে। এই প্রেক্ষিতে, ওই মহিলার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে রেল কর্তৃপক্ষকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন আগরার জেলাশাসক।
করোনাভাইরাস: দেশে প্রথম, তথ্য গোপন করায় আক্রান্তের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2020 12:17 PM (IST)
গুগলে কর্মরত স্বামীর সঙ্গে ইতালিতে হনিমুনে গিয়েছিলেন ওই মহিলা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -