দিল্লি : থামবার লক্ষণ তো নেইই। উলটে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ আটষট্টি হাজার নশো বারো জন। নশো পার করেছে মৃতের সংখ্যা। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন পঁচাত্তর হাজার ছিয়াশি জন। নতুন এই সংখ্যা ধরে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ সাতাশ হাজার সাতশো সতেরো। সংক্রমণের নিরিখে ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে। শীর্ষে অ্যামেরিকা। নতুন নশো চার জন মৃতকে ধরে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এক লক্ষ সত্তর হাজার একশো উনআশি জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন পঁচাত্তর হাজার ছিয়াশি জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন এক কোটি একুশ লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো উনত্রিশ জন। সুস্থতার হার ৯০.৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট এগারো লক্ষ আশি হাজার একশো ছত্রিশটি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা পঁচিশ কোটি আটাত্তর হাজার ছ'লক্ষ নশো ছিয়াশি।
সংক্রমণ বৃদ্ধির মধ্যেই গতকাল থেকে শুরু হয়েছে টিকা উৎসব। গত চব্বিশঘণ্টায় টিকাকরণ হয়েছে উনত্রিশ লক্ষ তেত্রিশ হাজার চারশো আঠেরো জনের। সম্প্রতি যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, দিল্লি, কর্নাটক, তামিলনাড়ু, কেরালা, মধ্য় প্রদেশ, গুজরাত, রাজস্থান।
দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এ রাজ্যেও। দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই চার হাজার ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ।