চেন্নাই: তাঁর এক ওভার থেকে জনি বেয়ারস্টো নিয়েছিলেন ১৫ রান। ইংরেজ ক্রিকেটার তখন মারমুখী মেজাজে। কলকাতা নাইট রাইডার্সের ওপর চাপ বাড়াচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ।


সেই আন্দ্রে রাসেলই ফের যখন বল করতে এলেন, হয়ে উঠলেন দলের অন্যতম রক্ষাকর্তা। ডেথ ওভারে দু ওভারে খরচ করলেন ১৭ রান। যার মধ্যে ১৮তম ওভারে খরচ করলেন মাত্র ৬ রান। তুলে নিলেন বিজয় শঙ্করের উইকেটও। ওই ওভারের শেষে আস্কিং রেটের চাপে কার্যত হাঁসফাঁস করতে শুরু করে হায়দরাবাদ ইনিংস। তারপর ফের শেষ ওভারে মাথা ঠাণ্ডা রেখে বোলিং। রবিবার আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে ২ পয়েন্ট এনে দেওয়ার নেপথ্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।


বোলার রাসেলকে ফিরে পেয়ে যেন স্বস্তিতে কেকেআর অধিনায়ক অইন মর্গ্যানও। ম্যাচের শেষে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাসেলের।


চোট আঘাতের সমস্যায় জর্জরিত রাসেল গত আইপিএলে মাত্র ১০টি ম্যাচ খেলেছিলেন। তাতে ১০৮টি (১৮ ওভার) বল করেছিলেন। যেখানে ম্যাচ প্রতি ৪ ওভারের কোটা ধরলে যেখানে ১০ ম্যাচেও তাঁর ৪০ ওভার করার কথা। এবার প্রথম ম্যাচেই বল হাতে বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স রাসেলের। বিশেষ করে ডেথ ওভারে চাপের মুখে। অধিনায়ক হিসাবে আপনি কতটা খুশি? রবিবার রাতে ম্যাচের শেষে জুম কলে এবিপি লাইভের প্রশ্নে মর্গ্যান বললেন, 'আমি খুব খুশি। ডেথ ওভারে বল করাটা খুব একটা সহজ নয়। তবে রাসেল অভিজ্ঞ। জানে কোথায় কী বল করতে হয়। ও খুব ভাল বোলিং করেছে। ওকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব খুব ভালভাবে পালন করেছে রাসেল।'


চোদ্দোতম আইপিএলে শুরুটা ভাল হল শাহরুখ খান-জুহি চাওলার দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডেভিড ওয়ার্নারের শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে প্রথম ম্যাচ থেকেই দু পয়েন্ট ঘরে তুললেন অইন মর্গ্যানরা।