নয়া দিল্লি: গরমের দাপট দেখছে দেশ। এই পরিস্থিতিতে দেশে (India) করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত কমছে তো না, বরং দাপট রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Covid Case) আক্রান্ত হয়েছে ৯ হাজার ১১১ জন। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩১৩। নিয়ম মেনে এখনও জারি রয়েছে কোভিড টিকা নেওয়ার কাজ।                                             

  


দেশের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি কোভিড -19 এর বিরুদ্ধে টিকা দেওয়া সত্ত্বেও ভারতে কোভিড -১৯ কেস ফেব্রুয়ারির শেষের দিক থেকে বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হল XBB.1.16 Omicron সাবভেরিয়েন্ট অন্যান্য SARS-CoV-2 স্ট্রেনের তুলনায় বেশি সংক্রামক, এবং বিশেষজ্ঞদের মতে, কোভিড-19 ভ্যাকসিন দ্বারা প্রদত্ত অনাক্রম্যতা লঙ্ঘন করার ক্ষমতা তৈরি করেছে।                                                        


এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অবশ্য বলছে, গোটা দেশে করোনা-আক্রান্তের সংখ্যা শুক্রবারের চেয়ে কিছুটা হলেও কমেছে শনিবারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার গোটা দেশে ১০,০৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সব চেয়ে বেশি আক্রান্ত কেরালা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তিসগড় ও দিল্লিতে। গোটা দেশে এখন করোনা রোগীর সংখ্যা ৫৭,৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩ জন। ফলে, বেড়েছে মৃত্যুহার (১.১৯ শতাংশ)।                              


আরও পড়ুন, নিয়োগ-দুর্নীতিতে আরও নেতার হদিশ?জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদে ১০ জন বিধায়কের নাম CBI-এর হাতে


রবিবার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ধরা পড়েছে ১২১ জনের শরীরে। ঠিক ছ’ মাস আগে, গত ১৬ অক্টোবরের পর বঙ্গে একদিনে একসঙ্গে এত জন কোভিড পজি়টিভ হননি। বিশেষজ্ঞদের বক্তব্য, টেস্টের সংখ্যা বাড়লেই পজি়টিভিটি রেট বেশ কিছুটা কমে যাবে। এখন গড়ে রোজ ১১০০-১২০০ নমুনা পরীক্ষা হচ্ছে। কিছু দিন আগে যেখানে গড়ে ২০-৩০ জন পজি়টিভ আসছিলেন, এখন সেই সংখ্যাটাই শতাধিক।