কলকাতা: হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৩ উইকেটে ম্যাচ জিতেছে তারা। দুরন্ত জয়ের সুবাদে আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলের শীর্ষে সঞ্জু স্যামসনরা। ৫ ম্যাচের শেষে ৪টি জয়ের সুবাদে ৮ পয়েন্ট রাজস্থানের। সঞ্জু স্যামসনদের নেট রান রেটও খুব ভাল। +১.৩৫৪।

পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলরা ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছেন। তাঁদের পয়েন্ট ৬। নেট রান রেটও বেশ ভাল। +০.৭৬১। তালিকায় তিন নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁর দল তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৫ ম্যাচে ৩টি জিতেছেন। হেরেছেন ২টি ম্যাচে। পয়েন্টের নিরিখে লখনউয়ের সঙ্গে সমান জায়গায় থাকলেও, রান রেটে সামান্য পিছিয়ে গুজরাত। + ০.১৯২। সেই কারণে তিন নম্বরে রয়েছে গুজরাত।

৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে পাঞ্জাব কিংস। পয়েন্ট টেবিলে চার নম্বরে প্রীতি জিন্টার দল। পাঁচে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচে ২টি জিতেছেন নীতীশ রানারা। ৪ পয়েন্ট রয়েছে কেকেআরের সাফল্যের ঝুলিতে।

                                                                      

এক ঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল - 

(গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ (২৩) পর্যন্ত)

স্থান দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
 ১ রাজস্থান রয়্যালস  ৪  ১ + ১.৩৫৪
 ২ লখনউ সুপারজায়ান্টস + ০.৭৬১
 ৩ গুজরাত টাইটান্স + ০.১৯২
 ৪ পাঞ্জাব কিংস - ০.১০৯
 ৫ কলকাতা নাইট রাইডার্স + ০.৩২০
 ৬ চেন্নাই সুপার কিংস + ০.২২৫
 ৭ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - ০.৩১৬
 ৮ মুম্বই ইন্ডিয়ান্স - ০.৩৮৯
 ৯ সানরাইজার্স হায়দরাবাদ - ০.৮২২
 ১০ দিল্লি ক্যাপিটালস - ১.৪৮৮

 

আরও পড়ুন- ব্যাটার গেইল, ক্যাপ্টেন কোহলিকে টেক্কা, আইপিএলে ৪ হাজার রান কেএল রাহুলের