নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণের জেরে দশম ও দ্বাদশ শ্রেণির যাবতীয় বোর্ডের পরীক্ষা ৩১ তারিখ পর্যন্ত স্থগিত করে দিল সিবিএসই। জয়েন্ট এন্ট্রান্স মেনস-ও পিছ্য়ে দেওয়া হয়েছে, তা হবে ১৯ থেকে ৩১ তারিখের মধ্যে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আইসিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে বলেছেন, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিবিএসই ও এনআইওএস-কে পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে সকল পড়ুয়াকে।


মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব অমিত খারে জানিয়েছেন, শিক্ষাবর্ষ ও পরীক্ষার রুটিন বজায় রাখা জরুরি ঠিকই কিন্তু ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকদের নিরাপত্তা একইরকম গুরুত্বপূর্ণ।

হিংসার জেরে উত্তর পূর্ব দিল্লির বেশ কয়েকজন পড়ুয়া বোর্ডের পরীক্ষায় বসতে পারেনি। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। এই সময়ে কোনও পরীক্ষার ফল বার হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ৩১ তারিখের মধ্যে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার আগামী রুটিন সংক্রান্ত তথ্য।