কলকাতা: এরাজ্যে মৃত ৫৭ জনের শরীরে পাওয়া গেছে করোনা। করোনাতেই মৃত্যু ১৮ জনের, ৩৯ জনের মৃত্যু অন্য কারণে। শুক্রবার নবান্নে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।


রাজ্যে কতজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, আর তার মধ্যে কতজনের ক্ষেত্রে মৃত্যুর কারণ করোনা, শুক্রবারই প্রথম তা জানালেন রাজ্যের মুখ্যসচিব। তিনি জানান, ৭ জন মৃতের তালিকা দিয়েছিল করোনা ডেথ অডিট কমিটি। করোনা ডেথ অডিট কমিটি অনুযায়ী করোনা সংক্রমিত হয়ে মৃত ১৮। বাকি ৩৯ জন মারা গেছেন অন্য কারণে। এটা জানিয়েছে অডিট কমিটি।’

এদিন সাংবাদিক বৈঠকে রাজীব সিনহা বলেন, অডিট কমিটি তৈরি হয় ৩ এপ্রিল। আজ আমরা একটা রিপোর্ট পেয়েছি। অডিট কমিটি ৫৭ ডেথ কেস অডিট করেছে। তার মধ্যে ১৮টা ডেথ ডাইরেক্ট কোভিড। বাকি ৩৯ কো-মরবিড কন্ডিশন। যার ইমিডিয়েট কস অফ ডেথ আছে। কোভিড-১৯ ইনসিডেন্টাল ফাইন্ডিং। কো-মরবিডিটি যেগুলো আছে, ইমিডিয়েট কস অফ ডেট- কার্ডিওমায়োবডি, রেনাল ফেলিওয়ার, অ্যাকিউট লিউকোমিয়া,সিভিয়র ডায়েবেটিস, হাইপার টেনশন। গত ২০ দিনের মধ্যে অডিট কমিটি ৫৭ ডেথ অডিট করেছেন।

মুখ্যসচিব বলেন, 'কোন রোগে মৃত্যু, এটা আমলারা বলতে পারে না। ওটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন।'