পাত্রার বয়স হয়েছিল ৪৯ বছর। ৬ বছর ধরে গম্ভীরদের বাড়ি কাজ করছিলেন তিনি। ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের রোগী ওই মহিলা ভর্তি ছিলেন স্যার গঙ্গারাম হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ২১ তারিখ সেখানেই তাঁর মৃত্যু হয়। লকডাউনে গ্রামে পৌঁছতে পারল না দেহ, প্রয়াত পরিচারিকার শেষকৃত্য করলেন গৌতম গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2020 04:16 PM (IST)
গৌতম লিখেছেন, তাঁর সন্তানের দেখাশোনার দায়িত্বে ছিলেন ওই মহিলা, কাজের লোক কখনওই নন।
নয়াদিল্লি: লকডাউনে ওড়িশার গ্রামে পৌঁছতে পারেনি আচমকা প্রয়াত পরিচারিকার দেহ। তাই নিজেই তাঁর মুখাগ্নি করলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিক গৌতম গম্ভীর। বিজেপি সাংসদ গৌতম টুইটারে জানিয়েছেন এ কথা। তাঁদের বাড়ির ওই পরিচারিকার নাম পাত্রা, বাড়ি ওড়িশার জয়পুর জেলার কোনও গ্রামে। গৌতম লিখেছেন, তাঁর সন্তানের দেখাশোনার দায়িত্বে ছিলেন ওই মহিলা, কাজের লোক কখনওই নন। পরিবারের সদস্য ছিলেন তিনি। তাই তাঁর শেষকৃত্য করা তাঁর কর্তব্য ছিল।