কোচি: যে সময়ে চাহিদা বেড়ে যাওয়ায় বাকি দেশে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার্স নিয়ে তুঙ্গে কালোবাজারি, সেখানে একেবারে উল্টো পথে হেঁটে পথ দেখাল কেরল। দক্ষিণ ভারতের এই রাজ্যের এক ওষুধের দোকানের মালিক মাত্র ২ টাকায় মাস্ক বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নজির গড়েছেন।
করোনাভাইরাসের সংখ্যা দেশে যত বাড়ছে, ততই বৃদ্ধি পাচ্ছে মাস্ক ও স্যানিটাইজার্সের চাহিদা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে কমছে জোগান। ফলে, বাড়ছে দাম। হচ্ছে কালোবাজারি।
তবে, কেরলের কোচি শহরে পাচালাম এলাকার একটি সার্জিকাল স্টোরের মালিক সিদ্ধান্ত নেন, তিনি মাত্র ২ টাকা দরে মাস্ক বিক্রি করবেন। এই সিদ্ধান্তের ফলে, গত ২ দিনে তাঁর দোকান থেকে ৫ হাজার মাস্ক বিক্রি হয়েছে। দোকানের মালিক নাদীম জানান, মূলত তাঁরা সাধারণ শ্রেণি বিশেষ করে, হাসপাতাল কর্মী ও পড়ুয়াদের এই মাস্ক বিক্রি করছেন।
দোকানের আরেক কর্ণধার তসলীম বলেন, তাঁরা গত ৮ বছর ধরে ২ টাকা দরেই মাস্ক বিক্রি করছেন। কিন্তু, এখন করোনার প্রভাবে দাম বেড়ে গিয়েছে। এখন তাঁরাই ৮-১০ টাকা দরে মাস্ক কিনেছেন। অন্যরা ২৫ টাকায় বিক্রি করলেও, তাঁরা ২ টাকা দরে বেচছেন।
প্রসঙ্গত, করোনা মোকাবিলার অঙ্গ হিসেবে আগামী ১০০ দিনের জন্য ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার্সকে অত্যাবশ্যক পণ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি, গতকালই করোনাকে বিপর্যয় ঘোষণা করে দেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনকে কার্যকর করা হয়েছে। এর ফলে মাস্ক-গ্লাভস ও স্যানিটাইজার্সের দাম নিয়ন্ত্রণ করতে পারবে সরকার।
করোনাভাইরাস: মাত্র ২ টাকা দরে মাস্ক বিক্রি, নজির কেরলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2020 10:25 AM (IST)
করোনাভাইরাসের সংখ্যা দেশে যত বাড়ছে, ততই বৃদ্ধি পাচ্ছে মাস্ক ও স্যানিটাইজার্সের চাহিদা
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -