চণ্ডীগড়:  আজ থেকে শুরু হল দেশে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল। স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ, তাঁর শরীরেই এই টিকা প্রথম প্রয়োগ হয়েছে। অনিল নিজে টুইট করে জানিয়েছেন এ কথা।

গতকাল অনিল লেখেন, কাল আমার ওপর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার প্রয়োগ হবে। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে পিজিআই রোহতক ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে বেলা ১১টায় দেওয়া হবে এই টিকা।

তিনি জানিয়েছেন, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন পরীক্ষায় নিজের ওপর টিকা প্রয়োগের জন্য প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম আমি নথিভুক্ত করেছি।

দেখুন তাঁর টুইট


গোটা বিশ্ব করোনা সংক্রমণের শিকার হলেও এখনও এর কোনও চিকিৎসা বার হয়নি। টিকা তৈরির দৌড়ে রয়েছে ভারতও। দেশবাসী তাকিয়ে রয়েছেন ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিনের দিকে, এখন পর্যন্ত এই টিকা সফল বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। দেশের ২০টি গবেষণা কেন্দ্রে ২৫,৮০০ স্বেচ্ছাসেবকের ওপর এই টিকার চূড়ান্ত দফার প্রয়োগ হবে।