নয়াদিল্লি: কোভিড-১৯ পরীক্ষার বিভিন্ন পন্থা ও তা নিয়ে উদ্ভুত বিতর্ক ঘিরে যখন দেশ তোলপাড়, ঠিক  তখনই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দিয়ে পরীক্ষার একটি পন্থা তৈরি করেছে দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)। জানা গিয়েছে, এই পন্থার ফলে পরীক্ষার খরচ অনেকটাই কমে যাবে এবং তা অধিকাংশ দেশবাসীর পক্ষে সাশ্রয়করও হবে। ইতিমধ্যেই তা আইসিএমআর-এর অনুমোদন পেয়েছে।

দিল্লি আইআইটি হল দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা পলিমারেজ চেন রিয়্যাকশন (পিসিআর) প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই নতুন পন্থার অনুমোদন পেল। ত্রুটিপূর্ণ ফল বের হওয়ার কারণে চলতি সপ্তাহের গোড়ায় চিন থেকে আনানো র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আইসিএমআর।

জানা গিয়েছে, বর্তমানে বাজারে চালু পরীক্ষার পন্থাগুলি 'ফ্লুরোসেন্ট প্রোব-নির্ভর', কিন্তু, আইআইটি-র তৈরি করা পন্থা 'প্রোব-মুক্ত'। তা সত্ত্বেও এটি সঠিক ফল দিতে সক্ষম। তুলনামূলক সিকোয়েন্সের পর্যালোচনা করে দিল্লি আইআইটি-র গবেষণা দলটি কোভিড-১৯ ও সার্স সিওভি-২ ভাইরাসের জিনোমের রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ)-র মধ্যে কিছু বিশেষ অঞ্চলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

গবেষণা দলের প্রধান প্রফেসর বিবেকানন্দন পেরুমল জানান, এই অঞ্চলগুলি অন্যান্য করোনাভাইরাসে উপস্থিত থাকে না। ফলত, এটা সহজেই পার্থক্য করা যাবে, কোনও ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ কি না। দলের দাবি, অনেক কম খরচে এই পরীক্ষা করা সম্ভব। ফলত, জনসাধারনের সাধ্যের মধ্যে চলে আসবে পরীক্ষা করার প্রক্রিয়া।