নয়াদিল্লি: করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে বহু অফিসে এখন চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। এখন এ জন্য ডেটা তো বেশি খরচ হবেই। সমস্যা মেটাতে ভারত সঞ্চার নিগম লিমিটেড আপনাদের জন্য নিয়ে এল ফ্রি ইন্টারনেট প্ল্যান। এর নাম ফ্রি অফ কস্ট ওয়ার্ক@হোম।


এর ফলে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের এক পয়সাও খরচ হবে না, পুরোপুরি ফ্রি। তবে এর সুবিধে পাবেন শুধু তাঁরাই, যাঁদের বিএসএনএল ল্যান্ডলাইনের ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। এর ফলে ১০ এমবিপিএস স্পিডে ৫ জিবি ডেটা মিলবে। স্পিড কমে গেলে ডেটার গতি ১ এমবিপিএস হয়ে যাবে। তা ছাড়া প্রতিদিনকার ৫ জিবি ডেটা লিমিট ফুরিয়ে গেলেও কোনও এফইউপি লিমিট থাকবে না। বিনা মূল্যে পাওয়া এই ওয়ার্ক@হোম প্ল্যানের জন্য মাসের ডিপোজিট বা ইনস্টলেশন চার্জও দিতে হবে না।

বিএসএনএল জানিয়েছে, গ্রাহকদের তাঁদের প্ল্যান অনুযায়ী মিলবে ভয়েস কলিং পরিষেবা, নতুন প্ল্যান শুধু ডেটা গ্রাহকদের জন্য।