নয়াদিল্লি: করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে বহু অফিসে এখন চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। এখন এ জন্য ডেটা তো বেশি খরচ হবেই। সমস্যা মেটাতে ভারত সঞ্চার নিগম লিমিটেড আপনাদের জন্য নিয়ে এল ফ্রি ইন্টারনেট প্ল্যান। এর নাম ফ্রি অফ কস্ট ওয়ার্ক@হোম।
এর ফলে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের এক পয়সাও খরচ হবে না, পুরোপুরি ফ্রি। তবে এর সুবিধে পাবেন শুধু তাঁরাই, যাঁদের বিএসএনএল ল্যান্ডলাইনের ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। এর ফলে ১০ এমবিপিএস স্পিডে ৫ জিবি ডেটা মিলবে। স্পিড কমে গেলে ডেটার গতি ১ এমবিপিএস হয়ে যাবে। তা ছাড়া প্রতিদিনকার ৫ জিবি ডেটা লিমিট ফুরিয়ে গেলেও কোনও এফইউপি লিমিট থাকবে না। বিনা মূল্যে পাওয়া এই ওয়ার্ক@হোম প্ল্যানের জন্য মাসের ডিপোজিট বা ইনস্টলেশন চার্জও দিতে হবে না।
বিএসএনএল জানিয়েছে, গ্রাহকদের তাঁদের প্ল্যান অনুযায়ী মিলবে ভয়েস কলিং পরিষেবা, নতুন প্ল্যান শুধু ডেটা গ্রাহকদের জন্য।
ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত? বিএসএনএল নিয়ে এল বিনা মূল্যে ল্যান্ডলাইন প্ল্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Mar 2020 02:30 PM (IST)
বিএসএনএল জানিয়েছে, গ্রাহকদের তাঁদের প্ল্যান অনুযায়ী মিলবে ভয়েস কলিং পরিষেবা, নতুন প্ল্যান শুধু ডেটা গ্রাহকদের জন্য।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -