নয়াদিল্লি: করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে ঘর থেকে বার হচ্ছেন না মানুষ। অফিসের কাজও সারছেন ঘরে বসে। এই পরিস্থিতিতে যাতে মানুষে মানুষে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, তাই নিজেদের ডেটা প্যাক দ্বিগুণ করতে চলেছে জিও। তাদের ধারণা, এর ফলে ঘরে আটকে পড়া লোকের সাহায্য মিলবে।


এই দ্বিগুণ ডেটা মিলবে বুস্টার হিসেবে। অর্থাৎ আপনার কাছে আগে থেকেই যদি কোনও প্যাক থাকে আর তার রোজকার হাইস্পিড ডেটা খরচ হয়ে যায় তবে আপনি এই প্যাক ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন, রোজ আপনি পান দেড় জিবি হাইস্পিড ডেটা। তা খরচ হয়ে গেলে তবেই নতুন প্যাকে হাত দিতে পারবেন। আপনার বর্তমান প্ল্যান অনুসারেই থাকবে এই ডাবল ডেটার সময়সীমা।

এই প্যাকের সঙ্গে পাবেন নন জিয়ো নম্বরে কলিং মিনিট। নন জিয়ো নম্বরে ফোন করতে পাবেন ৭৫, ২০০, ৫০০ ও ১০০০ মিনিট কল করার সুবিধে।

এবার দেখুন প্যাকের খরচ

প্যাকের দাম    আগের ডেটা    এখনকার ডেটা

১১                 ৪০০ এমবি      ৮০০ এমবি

২১                 ১ জিবি            ২ জিবি

৫১                ৩ জিবি           ৬ জিবি

১০১              ৬ জিবি            ১২ জিবি