কলকাতা : দেশজুড়ে তৃতীয় দফার কোভিড টিকাকরণ শুরু হচ্ছে ১ মে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তি নিতে পারবেন এই টিকা। আজ বিকেল চারটে থেকে এই মর্মে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, গোড়াতেই ধাক্কা খেল এই প্রক্রিয়া। CoWIN অ্যাপ এবং ওয়েবসাইট, UMANG অ্যাপ এবং Aarogya setu অ্যাপে সমস্যা দেখা দেয়। যদিও কিছুক্ষণ পরেই Aarogya setu অ্যাপ কাজ করতে শুরু করে। অ্যাপ কাজ না করলেও, স্বাভাবিক হয় CoWIN ওয়েবসাইট পরিষেবা।


দু'ফায় টিকাকরণ হয়েছে আগেই। পয়লা মে থেকে ফের শুরু হচ্ছে ভ্যাকসিনেশন ড্রাইভ। আজ থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারছেন প্রাপ্তবয়স্করা। অতীতে প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাই কোভিড টিকা নিতে পারছিলেন। পরে অবশ্য টিকাকরণে যুবসমাজকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার। গত ১৯ এপ্রিল টিকাকরণের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি হয়।


যেখানে বলা হয়েছে, এবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরাও টিকা নেওয়ার যোগ্য। বুধবারই তৃতীয় দফায় টিকাকরণের বিষয়ে টুইট করা হয় আরোগ্য সেতু অ্যাপ-এর তরফে। যেখানে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা টিকা নিতে চাইলে বিকেল ৪টে থেকে cowin.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন। আরোগ্য সেতু অ্যাপ ও উমঙ্গ অ্যাপেও রেজিস্টার করা যাবে। রাজ্য সরকারি ও বেসরকারি কোভিড সেন্টারের ক্ষমতা অনুসারে আবেদনকারীদের টিকা নিতে ডাকা হবে।


সরকারের তরফে জানানো হয়েছে, এবার সরাসরি টিকাকরণের জায়গায় গিয়ে কোনও লাভ নেই। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ব্যক্তিদের নিজেদেরই রেজিস্ট্রেশন বা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বার বার টিকাকরণের জায়গায় গিয়েও কোনও লাভ হবে না। তৃতীয় দফার টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকসিন প্রস্তুতকারীদের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ তারা রাজ্য সরকার ও খোলা  বাজারে সরবরাহ করতে পারবেন।


তৃতীয় দফার টিকাকরণের কাজ পুরোটাই হবে 'ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম'-এর আওতায়। অবশ্যই cowin প্ল্যাটফর্মের সব প্রোটোকল মেনে করতে হবে এই কাজ। টিকাকরণের কেন্দ্রগুলিতে কাজের সঙ্গে সঙ্গেই ভ্যাকসিনের স্টক ও দাম লিখে রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের বিধি মেনেই করতে হবে টিকাকরণ। তবে এখনও স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন ওয়ার্কারস, ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের কেন্দ্রীয় সরকারি টিকাকেন্দ্রে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।