কলকাতা: করোনা পরিস্থিতিতে কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। করোনার সংক্রমণজনিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আসতে হবে না শিক্ষকদেরও। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি। আগামীকাল থেকেই তা বলবৎ হবে।পুণরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকাল চলবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি হবে বলে জানা গেছে।
প্রায় ১১ মাস পর নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস যেমন চলছে, তেমন চলবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষা দফতর ব্যাচ অনুসারে স্কুলগুলিতে পঠনপাঠন চালাচ্ছিল। চলতি নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এমনিতেই অনেক স্কুলই বন্ধ। এরমধ্যে কোভিডজনিত পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে আগামীকাল থেকে স্কুলগুলি বন্ধ থাকবে। আলোচনার পর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।
পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।
উল্লেখ্য, ইতিমধ্যেই সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে। পিছিয়ে গিয়েছে দ্বাদশের পরীক্ষা। এই পরিস্থিতিতে রাজ্যে ম্যাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা জুন মাসে হওয়ার কথা। এ ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে।
রাজ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে করোনা সংক্রমণের উর্ধ্বগতি। সোমবার রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪১৯ জন । সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯৯২৭ ।
রবিবার অবধি, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫১৫০৮ । এখনও পর্যন্ত করোনায় রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে সাড়ে দশ হাজারের বেশি ।
সোমবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২৮ জনের । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৩৮। এবার সংক্রমণে সব থেকে এগিয়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় কলকাতা জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ । উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন।
Education Loan Information:
Calculate Education Loan EMI