নয়া দিল্লি: দেশে করোনা (Coronavirus) গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৮১ জন। সোমবার ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১।  


এদিকে দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। সোমবার দেশে করোনা কোপে মৃত্যু হয়েছিল ৩১ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪১ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৭০ হাজার ৫১৫ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৯১৩। 






বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৯৩ হাজার ৫১৬ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ২০ লক্ষ ৪৮ হাজার ৪৮৬।


এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউরোপ হয়ে আমেরিকা, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ দেখছে গোটা বিশ্ব। উদ্বেগ বাড়িয়েছে এক বছর বাদে চিনে করোনা আক্রান্তের মৃত্যু। অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি। অশনি সঙ্কেত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক মাস ধরে অনেকটাই কমেছিল সংক্রমণ। কিন্তু ফের গত ১ সপ্তাহে অনেকটাই বেড়েছে সংক্রমণ। গোটা বিশ্বজুড়েই বেড়েছে আক্রান্তের সংখ্যা। দক্ষিণ কোরিয়া এবং চিনে লাফিয়ে অনেকটাই বেড়েছে করোনা। কিন্তু হঠাত কেন এমন  বৃদ্ধি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকটি কারণ খতিয়ে দেখেছে। যেমন- ওমিক্রনের উপ প্রজাতির হানা। ইজরায়েলে পাওয়া গিয়েছে এই উপ প্রজাতি।