ওয়াশিংটন : দেওয়ালে পিঠ ঠেকে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের। এই অবস্থায় ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে রাশিয়া (Russia)। এই দাবিই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ( Biden ) ।  
বড় শহর দখল করতে পারেনি রাশিয়া
সেনা অভিযানের ২৭ দিন পরও ইউক্রেনের (Ukraine) কোনও বড় শহর দখল করতে পারেনি রাশিয়া। উল্টে ইউক্রেনের মরিয়া প্রতিরোধে তাদের সামরিক ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, ইউক্রেনের ওপর মিথ্যে দোষারোপ করে রাশিয়া জৈব বা রাসায়নিক অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে। তাঁর আশঙ্কা, আমেরিকাতেও বড় ধরনের সাইবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। একটি বিজনেস গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে রয়টার্স  সূত্রে খবর। 


 



মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে
এই যুদ্ধে (Russia-Ukraine war) দিনদিন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।  রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইউক্রেনের ৯২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭৫ শিশুও রয়েছে।  তবে রাষ্ট্রপুঞ্জই জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে। কারণ, যুদ্ধের এই অবস্থায় প্রকৃত তথ্য জোগাড় করাও কঠিন। ছবির মতো সাজানো-গোছানো শহরগুলো পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে । হামলার হাত থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও । লুহানস্কের ক্রেমিন্নায় রুশ ট্যাঙ্কের গোলায় ধ্বংস হয়ে গেছে একটি নার্সিংহোম!


কিভ, খারকিভ, খেরসন, মারিউপোল - ইউক্রেনে অবাধ ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়া। ২৬ দিনের যুদ্ধে ১ কোটি মানুষ গৃহহীন। লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন হাঙ্গেরিতে। তাঁদের যন্ত্রণার দিনলিপি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। অনেকে সর্বস্ব খুইয়েছেন, তাঁরা একটা ব্যাগ হাতে, আর কোলে শিশুকে নিয়ে চলে এসেছেন, তাঁরা জানেন না, কোথায় যাবেন, বুদাপেস্টে এসে অন্তত সুরক্ষিত বোধ করছেন। বিওকে শরণার্থী শিবিরটি আকারে বিরাট। দেখে মনে হল কোনও ইন্ডোর স্টেডিয়াম। যুদ্ধে ঘর ছাড়া হাজার হাজার ইউক্রেনীয় শরণার্থীর ঠিকানা এখন এটাই।