নয়া দিল্লি: ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। উত্‍সবের মরসুমে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৯৮০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৫৭৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৬৩২। যা গত ৭ মাসে সর্বনিম্ন।


একদিনে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৮১ জন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৯৯ হাজার ৯৬১ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৬১ জন।  বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৮৮ হাজার ৯৫০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩ লক্ষ ২ হাজার ৯৮৮।                                                                                     


 



রাজ্যে একলাফে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৯,৪৬৩ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৩০ জন।

 

এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। আজকের হিসেবে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৯৫৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫০৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫, ৫২, ৯৯২ জন।