নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। এর মধ্যে শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছে ৬৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯।
দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ২৯ হাজার ৯৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪৬ লক্ষ ২ হাজার ৫৩৮।
স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৫৯১। সপ্তাহের শুরুতে সেই ট্রেন্ড কিছুটা নিম্নমুখী। যা আদতে স্বস্তির।
এদিকে, দেশে ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকলেই পেয়ে গেলেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। জনসংখ্যার যে অংশ ভ্যাকসিন পাওয়ার উপযুক্ত, তাঁরা প্রত্যেকেই পেয়েছেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ৬.২৬ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন দাদার ও নগর হাভেলি এবং দমন-দিউতে। লাক্ষাদ্বীপে ৫৩ হাজার ৪৯৯ জনের করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে। হিমাচলপ্রদেশে ৫৫.৭৪ লাখ মানুষের করোনা ভ্যাকসিন হয়ে গিয়েছে। লাদাখে করোনার টিকার পয়লা ডোজটি দেওয়া হয়েছে ১.৯৭ লাখ জনকে। গোয়ায় পেয়েছেন ১১.৮৩ লাখ মানুষ।
অন্যদিকে, রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৭৫১। বলার অপেক্ষা রাখে না বিশেষ হেরফের হয়নি পরিস্থিতির। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৫৬,৯০৮ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন।