নয়াদিল্লি : দেশে ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকলেই পেয়ে গেলেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। জনসংখ্যার যে অংশ ভ্যাকসিন পাওয়ার উপযুক্ত, তাঁরা প্রত্যেকেই পেয়েছেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি। 
রাজ্য  ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল - 



  • দাদার ও নগর হাভেলি ( Dadar & Nagar Haveli )

  • দমন - দিউ (Daman & Diu)

  • গোয়া ( Goa )

  • হিমাচলপ্রদেশ (Himachal Pradesh)

  • লাদাখ (Ladakh)

  • লাক্ষাদ্বীপ (Lakshadweep)

  • সিকিম ( Sikkim 

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ৬.২৬ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন দাদার ও নগর হাভেলি এবং দমন-দিউতে।  লাক্ষাদ্বীপে ৫৩ হাজার ৪৯৯ জনের করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে। হিমাচলপ্রদেশে ৫৫.৭৪ লাখ মানুষের করোনা ভ্যাকসিন হয়ে গিয়েছে। লাদাখে করোনার টিকার পয়লা ডোজটি দেওয়া হয়েছে ১.৯৭ লাখ জনকে। গোয়ায় পেয়েছেন ১১.৮৩ লাখ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য তাঁর অফিসিয়াল টুইটারে এই কৃতিত্ব অর্জনের জন্য ৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশংসা করেন। তিনি লেখেন, "এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অভিনন্দন প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১00% কে প্রথম #COVID19 ভ্যাকসিন ডোজ দেওয়ার জন্য। এই অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের তাঁদের পরিশ্রম এবং অঙ্গীকারের জন্য বিশেষ প্রশংসা।"

    ভারতের করোনাগ্রাফ

  • দেশে করোনায় একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, কাঁটা দৈনিক মৃত্যুর সংখ্যাবৃদ্ধি।

  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

  • একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১।

  • দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জনের।

  • আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১।

  • অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১।

  • দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫।

  • দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন।