নয়া দিল্লি: দেশে (India) দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, এই নিয়ে টানা পাঁচদিন একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ-হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫২৫। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩২৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৯ হাজার ৮৪৮ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট একলাফে বেড়ে হয়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ।
আরও পড়ুন, বিশ্বে দ্রুত ছড়াচ্ছে নয়া রূপের 'চোরা ওমিক্রন', RT-PCR টেস্টেও অধরা এই প্রজাতি
এদিকে, রাজ্যে টানা ৯ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরে। দৈনিক মৃত্যুতে কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া ও বীরভূম। তবে তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শীর্ষ পেরিয়ে গিয়েছে কলকাতা। দাবি আইআইটি মাদ্রাজের গবেষণায়। এদিকে, এই অবস্থায় এদিনই প্রকাশিত হয়েছে The Indian SARS-CoV-2 Genomics Consortium বা INSACOG(ইনসাকগ)-এর সাপ্তাহিক বুলেটিন। তাতে ভারতে ওমিক্রনের তিনটি উপপ্রজাতির উপস্থিতির কথা বলা হয়েছে। যার মধ্যে BA.2 উপপ্রজাতিই সবচেয়ে বেশি।
একই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে উল্লেখ করা হয়েছে, BA.2 উপপ্রজাতিতে অধিকাংশ সংক্রমিত উপসর্গহীন বা মৃদু উপসর্গ হলেও, হাসপাতাল বা ICU-তে ভর্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষাপটে আরও একটা বিশেষ প্রজাতির ওপর নজরে রাখছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও অবধি এদেশে তার উপস্থিতি পাওয়া যায়নি। তবে সেই প্রজাতিও অনেক বেশি মাত্রায় সংক্রমিত করার ক্ষমতা রাছে বলে উল্লেখ করা হয়েছে INSACOG-এর সাপ্তাহিক বুলেটিনে।