কলকাতা: নিজের রেকর্ড নিজেই ভেঙে দেশে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। শনিবারের তথ্য অনুসারে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮ লক্ষ। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। একদিনে সংক্রমণে ফের নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন মোট ২৭ হাজার ১১৪, মৃত্যু হয়েছে আরও ৫১৯ জনের। মোট করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১২৩।
অন্যদিকে বিশ্বে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৪৩৮ জনের। আক্রান্ত ১ কোটি ২৪ লক্ষ ৫৯ হাজার ৩৬৩ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ লক্ষ ৩৪ হাজার ৯৯ জন।
আমেরিকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। ওই দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৫৯ জনের। আক্রান্ত ৩১ লক্ষ ৮১ হাজার ৮৪৬। এরপরই রয়েছে ব্রাজিল। ওই দেশে ৭০ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত ১৮ লক্ষ ৮২৭। ব্রিটেনে মৃত ৪৪ হাজার ৭৩৫ জন। আক্রান্ত ২ লক্ষ ৮৯ হাজার ৬৭৮ জন।
ফের নতুন রেকর্ড, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮ লক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2020 10:44 AM (IST)
দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা ২২ হাজার পার। একদিনে ফের রেকর্ড সংক্রমণ। আক্রান্ত ২৭ হাজারের বেশি। সুস্থ ৫ লক্ষাধিক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -